বৈশাখ এসেছে দ্বারে বসন্ত বিদায় বেলায়
কোকিল ডাকেনা ডালে গ্রীস্মের তপ্ত মেলায়।।
চম্পাকে ডেকে বলে,কোথা থেকে এলে ?
বসন্ত হয়েছে শেষ সবে যাই চলে ।
ফুল মেলা শেষ করে চলে যাবো বহু দূরে,
আবার আসিব ফিরে ফাগুনের মিলন নেলায় ।।
তৃষিত তাপিত ধরা ফুল মালা ছিড়ে,
আকাশের পানে চায় মেঘ কোথা ঘিরে।
গ্রীস্মের দাবানলে রাখাল বালক দলে
ধেণু ছেড়ে বেণু হাতে বটের ছায়ায়।।।