একটা সময় পর
মানুষ মাথা পেতে নতজানু হয়ে
সহজেই ভুল স্বীকার করে;
বিনা দোষে নির্দ্বিধায়।
অতিরিক্ত শীতে
বেমালুম ভুলে যায়
গায়ে জড়ানো চাদরের রং।
চুল আঁচড়ে চিরুনি রেখে;
খুব আগ্রহে আবারো খোঁজে ;
হারিয়ে যাওয়া মুখ।
একটা সময় পর
তীব্র বুকের ব্যথার অনুভূতির
বদলে শ্বাসকষ্ট এখন;
নিজের ভুল অথবা অসংশোধনীয় দুর্বলতা;
পুরানো ভাঙ্গা দেয়ালে;
শ্যাওলা ভর্তি জলের আলপনা।
একটা সময় পর বোঝা যায়
মত বদলানো কঠিন
যে কোনো সিদ্ধান্তের পর!
ঘড়ির কাঁটা যেদিকে
সেদিকে একটানা হেঁটে
বসার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার।
একটা সময় পরে,
বুদ্ধি আসে মাথায়।
গুনে গুনে মনে রাখা যায়,
কে কতবার কুড়াল দিয়ে আঘাত করেছে পেছনে।
তারপর সহাস্যে বীর দর্পে হেঁটে গিয়েছে
যার-যার; তার-তার, জীবন দর্শন সঠিক মেনে।
একটা সময় পরে,
ক্ষণস্থায়ী স্মৃতির বিষণ্ণ সন্ধ্যার ছায়ায়
প্রতিটি কাছের মানুষ একে একে;
মুছে যায় জীবন থেকে।
আকাশের তারা গুলো
অনেক দূরের এখন।
যে রঙ ছিল পাশে;
সময়ের সাথে ঝরে যায় তার সমস্ত আলো।
জীবনের প্রশ্নগুলোও হারিয়ে যায়
যা একদিন ছিল গুরুত্বপূর্ণ,
এখন অপ্রাসঙ্গিক।
একটা সময় পরে,
দীর্ঘ পথচলার ক্লান্তিতে
স্বপ্নগুলো বুকের ভেতর
ঘুমায় এখন রাতদিন।
শূন্য দিগন্তে,সূর্য ডুবে যায়;
অসহায় হাতের রেখাগুলো মুছে যেতে থাকে,
প্রতিটা দিন আলাদা আলাদা দীর্ঘশ্বাসে।
একটা সময় পরে,
মানুষ আয়নার দিকে তাকিয়ে দেখে
অচেনা কেউ।
সব কোলাহল পেরিয়ে,
মানুষ শিখে নেয়,
নিরবতা।
মৃত্যু এসে বসে মাথায়,
আলতো ছুঁয়ে গান শোনায়
ঘুম পাড়ানোর সুরে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫