কোন ভাল মুহূর্ত; সুন্দর জায়গা; কাছের প্রিয় মানুষজন, সুন্দর যে কোন কিছু তুলে রাখলে সেটা হারায় না,এই রকম একটা ভুল চিন্তার কারনেই ছবি তুলতে লিটারেলি ভাল লাগতো আমার, পরবর্তীতে জীবন থেকে সময় গুলো চলে যাবার পর এনালাইসিস করে দেখলাম যে সুন্দর সময় অথবা চারপাশের মানুষজন সময় চলে যাবার পর আসলে ছবিতেই থাকে, জীবনে থাকেনা, থাকলেও মানুষগুলো যে যার মত ব্যস্ত, দূরত্ব; বয়সের সাথে আকার আকৃতি এমন কি চেহারাও অনেকটা পরিবর্তিত। অনেক আপনজন চলে গিয়েছে মৃত্যুর ওপাড়ে! কি অদ্ভুত! একদিন আমিও চলে যাব! ঘর সংসার সব কিছু ফেলে।
অতীতের স্মৃতির মতন তুলে রাখা ছবিগুলো এই কারনেই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কি কি বোকা বোকা চিন্তা করে জীবন পার করে এসেছি এটা ভেবে আফসোসের পাশাপাশি দুঃখ হয় বলেই আসলে ছবি তোলা খারাপ ঠিক এই মুহূর্তে মনে হলেও জীবনে কিছুই যে স্থায়ী না সেই সত্য অবিশ্বাস্য বাস্তব।
আমার তোলা কিছু ছবি --
১। আহসান মঞ্জিল, যেদিন ছবিটি তুলেছি সেদিন নতুন করে রঙ করা হচ্ছিল মঞ্জিলের দেয়ালে, এন্ট্রি ক্লোজ ছিল।
২। ফুলটার নাম জানিনা, জীবনে কত অদেখা আছে! কত কিছুই না জানা আছে; থাকবে।
৩। অলকানন্দা ফুল
৪। বৃষ্টি ভেজা সন্ধ্যা
৫।ছোট সূর্যমুখী ফুল এই ফুলে কোন সুগন্ধ নেই।
৬। শান্তি, এরকম দৃশ্য দেখলে মনেহয় দুনিয়ার সব শান্তি বুঝি ওইখানেই আছে,
৭। রঙ
৮। ডালিম ফুল
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৩