ছবিঃ নভোনীলের দালানকোঠা
এই দৃশ্যটা আমার প্রতিদিন দুইবার দেখতে হয়, অফিসে যাওয়ার এবং ফেরার পথে, দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটা ইউনাইটেড ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস, তার একটু দূরে যে বিল্ডিং সেটা ইউনাইটেড গ্রুপের কোয়াটার। দুই দিন আগে অফিস থেকে যাওয়ার পথে গাড়িতে বসে তুলেছি ছবিটি, সারাদিন বৃষ্টির পর হঠাত ঝক ঝকে আলোকিত রোদ ছড়িয়ে পড়েছিলো চারপাশে, সাময়িক ছিল সেই আলো যদিও।
ছবিঃ বসন্ত তবে এসেই গেল, বুঝলে!
দেখে মনে হচ্ছে পাশেরজনের মান ভাঙ্গানোর চেষ্টা চলছে, ছবিটা তুলেছিলাম সাফারি পার্ক থেকে।
ছবিঃ আমার কোন দুঃখ নেই
এই ছবিটা তোলার সময় সত্যি বৃষ্টি হচ্ছিলো কিন্তু সেটা ক্যামেরায় ধরতে পারছিলাম না স্পষ্ট করে, তাই গ্লাস দিয়ে উপর থেকে পানি ঢালতে হয়েছিলো।
ছবিঃ সূর্য ডোবার কালে, এক মিনিট মৌনতা এটাও আমার রোজ যাওয়া আসার পথে তোলা, আমি ঢাকার খুব সুন্দর সুন্দর রাস্তা দিয়ে চলাফেরা করি।
ছবিঃ দল বেঁধে দোতরা এই ছবিটা তুলেছি টি এস সি চত্বর থেকে, তেমন আহামরি কিছুনা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছিলো এদেরকে।
ছবিঃ ঝিল-পুকুরের জাল
ছবিটা তুলতে বেশ ঝামেলা করতে হয়েছিলো, চার পাঁচ জন ডানপিটে ছেলে মেয়েকে পুকুরে ঢিল ছুঁড়ে স্প্লাশ করার কাজে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ঝামেলা হচ্ছিলো এরা সুযোগ পেয়ে এক সাথে অনেক মাটি ইট ছুঁড়ে দিচ্ছিল পুকুরে, ছবি তুলতে তুলতে আর এদের শান্ত রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, ছবি তোলা মাঝে মাঝে এক প্রকার যুদ্ধ ও।
ছবিঃ হলুদ রঙা স্বপ্ন একটা সাধারণ স্নাপ একটা সাধারণ হলুদ রঙা স্বপ্ন এটি।
ছবিঃ প্রিয় আকাশ তুমি এভাবেই থেকো
প্রথম ছবিটার কয়েক মুহূর্ত আগে এই ছবিটা তুলেছিলাম।
ছবিঃ সাধের কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া নিয়ে আর কি বলবো বসন্ত এলেই ঢাকা শহরে এই ফুল গুলোর জন্য আনন্দ আনন্দ ভাব আসে।
ছবি ব্লগ প্রতিযোগিতায় এটি আমার প্রথম পোস্ট, প্রতিযোগিতায় সবাই যারা অংশ গ্রহন করেছেন তাদেরকে শুভকামনা ও শুভেচ্ছা, এছাড়া এই প্রতিযোগিতায় সকল ব্লগারদের অংশগ্রহণ কামনা করছি।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ২:৫২