একজনকে বললাম, ভালোবাসি।
সে উপহাসে উড়িয়ে দিল,
বাতাসে বাতাসে ঘুরে বেড়ানো সেই উপহাস
ফিনকি দিয়ে রক্ত বের হলো ক্ষতবিক্ষত হৃদয়ে।
এক জন আমাকে বলল, ভালোবাসি।
আমি বললাম, এই হৃদয়ে ভালোবাসার অবশিষ্ট কোন স্থান নেই।
প্রত্যেক মানুষ স্বাধীন।
তবু যেনো আটকে আছে 'ভালোবাসা' শব্দের বন্দিশালায়।
কেননা স্বাধীন হওয়ার শর্তে পরাধীনতা আবশ্যক।
সালাউদ্দিন শাহরিয়া
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫২