সালাউদ্দিন শাহরিয়া
মানুষ করিবে অবহেলা, মানুষ করিবে ঘৃণা,
মানুষ আবার ভালো বাসিয়া করিবে চিরচেনা।
.
স্বপ্নগুলো! বাঁধা দেবে, ফাঁসি দেবে চলিত সমাজ,
এটাই তো সমাজের ধর্ম, সমাজের কর্ম কাজ।
.
বাঁধা, ঘৃণা আর অবহেলা; পরোয়া করে না যারা,
সমাজের মানুষ বলবে একদা সফল হলো তারা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৫