সালাউদ্দিন শাহরিয়া
আস্তিক নাস্তিক তর্ক আছে
লাইব্রেরীর সব বই আছে
ক্যাম্পাসের সেই সিঁড়ি আছে
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
টং চায়ের দোকান আছে
কাজীর বাজারের ব্রীজ আছে
ব্রীজের উপর ফুচকা আছে
সিলেটের সব মাজারও আছে
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
মাথার উপর আকাশ আছে
আকাশ ভরা তারা আছে
তারার সাথে চাঁদও আছে,
যেই চাঁদেরই জ্যোৎস্না দিয়ে
ছাদের উপর গল্প নিয়ে
রাত কাটাতাম রোজ।
রাতের সেই জ্যোৎস্নাও আছে,
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
ল্যাব ক্লাসের যন্ত্র আছে
আপনার ভাঙ্গা লেপটপ আছে
চুরি করা পাসওয়ার্ড আছে
এসাইনমেন্টের ফাইলও আছে
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
করিম চাচার ক্যান্টিন আছে
ক্যান্টিনেরও বকেয়া আছে
গল্প আর আড্ডা আছে
নতুন প্রেমের পার্টি আছে
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
বারোমাসি উৎসব আছে
নাচানাচি ও গান আছে
বড় ভাইদের র্যাগ আছে
নেতাদের চামচাও আছে
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
আপনার দেওয়া চিরকুট আছে
হাতঘড়ি আর টি-শার্ট আছে
অযুত লক্ষ স্মৃতি আছে
সবকিছু আজ ঠিকই আছে, আপনি শুধু নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ রাত ৩:৫৪