২০১৪ থেকে ২০১৭ এই সময়টাতে বাংলাদেশের দক্ষিনে (বরিশাল, পটুয়াখালি, কলাপাড়া, মঠবাড়িয়ায়) কৃষি গবেষনার কাজে প্রচুর ড্রোন উড়িয়েছি। তখন ড্রোন/ক্যামেরা কোনটাই সহজে অপারেট করা যেতনা কারন আমরা বিশাল একটা কাস্টমাইজড জার্মান ড্রোন আর অনেকগুলো ক্যামেরা ব্যবহার করতাম যেখানে পুরো প্রসেসটাই বেশ জটিল ছিল। ইউটিউবে আমাদের তৈরি একটা অফিসিয়াল ডকুমেন্টারি/টিউটোরিয়াল আছে। আগ্রহীরা দেখতে পাবেন:
CIMMYT Bangladesh UAV Tutorial
আজকে সেই সময়ে তোলা কিছু ছবি দেখি চলুন। আর এই ছবিগুলোতে সাধারনের পাশাপাশি ইনফ্রারেড ক্যামেরার ছবিও আছে। এগুলো ৬৫ থেকে ১০০ মিটার উপর থেকে তোলা। সেই সাথে আছে খুব হাই-রেজুলেশন কিছু ছবি যা ১ মিটার উপর থেকে তোলা।
প্রথমেই ড্রোন এবং এই অধম ড্রোন পাইলটের কিছু ছবি হয়ে যাক:
এবার কিছু সাধারন ছবিতে বাংলার কৃষিক্ষেত দেখা যাক যেখানে প্রথমে ফসল কাটার পরের অবস্থা এবং পরে আমাদের ফীল্ড ট্রায়ালের প্লটগুলে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিটি উপরে বলা হাই রেজুলেশন ছবির স্যাম্পল।
এবার দেখার পালা ইনফ্রারেড ছবিগুলো। এই ছবির ব্যবহার বুঝাতে একটি পোস্টারও দিয়ে দিলাম কিন্তু ছবি ব্লগ তাই বিতান আর লিখলামনা।
আমার উড়ানো ৪৫০ বা তারও বেশী ড্রোন ফ্লাইটে কখনওই কাজের বাইরে ছবি তোলা হয়নি কারন সময়ের সদ্ব্যবহার করাটা খুবই জরুরী ছিল। তারপরও নিজের কাছে থাকা কয়েকটি ছবি আপনাদের জন্য এখানে দিলাম। আশা করি ভালো লেগেছে। ড্রোনগ্রাফীর পরের পর্বে আবার ডেনমার্ক ফিরে আসছি খুব জলদি।
গত পর্ব:
ড্রোনগ্রাফী - পর্ব ১০ (লাইম স্টোনের খনিতে ডাইনোসরের সন্ধানে এবং অন্যান্য)