লক-ডাউন থেকে মুক্তির আনন্দে ভাই-ব্রাদারেরা মিলে-মিশে ডেনমার্কের অন্যতম “Kalklandet” বা লাইম স্টোনের খনি এবং এর কাছেই সাগর পাড়ে Stevens Klint নামক খাড়িতে ঘুরতে এসেছিলাম। পর্ব ১০ এ থাকছে এই ট্যুরেরই কিছু ড্রোনগ্রাফী সাথে কিছু সাধারন ছবিও।
Kalklandet এখন খনি হলেও ৬৩ মিলিয়ন বছর আগে এখানে সাগর ছিল যাতে অতিকায় ডাইনোসর সময়ের প্রানীর বসবাস ছিল। এখানে একটি জিওলজি মিউসিয়ামও আছে। সেখানে তথ্য এবং ফসিলের সাথে সাথে হাতুড়ি-বাটালও ভাড়া পাওয়া যায় যা দিয়ে যে কেউ খনি খুঁড়ে ডাইনোসরের ফসিলের সন্ধান করতে পারে। আসুন খনির কিছু ছবি দেখা যা এগুলো ফোন দিয়ে তোলা।
খনির প্রধান আকর্ষন সবুজ এখন নীল পানির লেগুন। তথ্যমতে আকরিকের রকমভেদে এই রংয়ের সৃষ্টি। ড্রোন দিয়ে ২০ মিটার উপর থেকে তোলা লেগুনগুলোর কিছু ছবি। নিয়ম-নীতি এবং প্রচুর বাতাসের কারনে বেশী উপর থেকে ছবি নিতে পারিনি তাই ২০ মিটারই সই।
খনি ঘুরে ঘরে ফেরার পথে আমরা Stevns Klint নামক খাঁড়িতে গিয়েছিলাম যা UNESCO World heritage এর অংশ এবং এখানে উল্কাপাতের চিহ্ন এবং ডাইনোসরের ফসিল দুই ই পাওয়া গিয়েছে। এখানে ১২০০ শতাব্দীর গীর্জা এবং স্নায়ু যুদ্ধকালীন বাংকারও রয়েছে। প্রচুর বাতাসের কারনে ড্রোন দিয়ে ৩০ মিটার উপর থেকে মাত্র কয়েকটা ছবিই তুলতে পেরেছি। সেই ছবি এবং আরও কিছু ছবি চলুন দেখে নেই।
পর্ব - ১০ এর সমাপ্তি এখানেই। আশা করছি সবার ভালো লেগেছে ছবিগুলো।
গত পর্ব:
ড্রোনগ্রাফী - পর্ব ৯ (বনে-জঙ্গলে এক দিন)