# গত পরশু ফীল্ড ট্যুর ছিল যেখানে আমরা কৃষক এবং উদ্যোক্তাদের সামনে আমাদের গবেষণার ফল তুলে ধরেছিলাম। আগাছা চিহ্নিতকরণ এবং দমনে রোবটিক ভেহিকল, স্মার্ট ক্যামেরা, ড্রোন, ইত্যাদি আর কি। দিনটা ভালোই ছিল।
# কাজ শেষে একটু ড্রোনগ্রাফিও করেছিলাম। একই জায়গা থেকে ডেনমার্কের সব রূপ দেখেছি সেদিন। শিল্প সমৃদ্ধ ডেনমার্ক, কৃষিজ ডেনমার্ক, অসাধারন ল্যান্ডস্কেপের ডেনমার্ক, কিংবা গ্রামীন ডেনমার্ক সবই এক জায়গায়,একসাথে। সাথে একটা স্ফিয়ার ফটো ফ্রি!
# বিকালে যাচ্ছি স্পেন ট্যুরে। মাদ্রিদ-বার্সেলনা হয়ে ফিরব। আশা করছি এই ট্যুর থেকে ভালো একটি লেখা আপনাদের উপহার দিতে পারব।
# জুলাই মাসের ট্যুর Copenhagen-Brussels-Luxembourg-Hamburg-Copenhagen, তিন নতুন শহর এবং দুই নতুন দেশ.......জুলাই ১৮ থেকে ২০, ট্যুর সাথে ব্লগিং জমবে বেশ!
চলবে.......
পর্ব-১৯ (কোপেনহেগেন ফুড স্ট্রীট/ফেস্টিভ্যালে একদিন) এর লিংক:
https://www.somewhereinblog.net/blog/SaifulAzim26007happy/30276851
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৮