এই শোন,হ্যা তোমাকেই বলছি-
যাবে আমার সাথে গোধুলি লগনে-
ডুবতে যাওয়া প্রভাকরের প্রভায় ভাসতে?
ডুবতে যাওয়া দিনমনির আলো গায়ে
মেখে আগামির স্বপ্ন করি রচন।
চলো না আজ হারাই দুজন
একটুখানি দৃষ্টির বাইরে।
যেখানে অপেক্ষা করছে তোমার জন্য
হাজারো রুপকথার দল।
রুপকথারা নব রুপে সেজেছে
শুধু তোমার জন্য,তুমি রুপকথাকে
হার মানাবে বলে।
চলো না আজ দুজন একটু পাশাপাশি বসি,
ঘুমন্ত শহরের জেগে থাকা
লাল নিয়নের আলোর নিচে।
হুতুম পেচার মতো চোখে চোখ রেখে বলি
মনের অজস্র না বলা কথা।
চলো না আজ দুজন দুজনকে স্পর্শ করি-
মনের সবটুকু ভালোবাসা দিয়ে।
দুজনের দেহে তরঙ্গ বয় বিজলীর ন্যায়,
আর হারিয়ে যাই স্রোতস্বিনীর তরঙ্গে।।