মা
বিষাদময় এ ভূবনে আপন আমার মা
ভাষার অলংকারে বর্ননাহীন তা
শত আঘাত আর লাঞ্চনা সয়ে ছিলেন তিনি
মায়া মমতায় মূর্ত প্রতিক এ ধারায় যিনি।
দশ মাস দশ দিন মা রেখেছেন উদরে
শীত গ্রীষ্ম একদিন ও ফেলেনি অনাদরে
ভিজে জায়গায় শুয়ে মা রেখেছেন শুকনাতে
না খেয়ে দিয়েছেন আহার তার শিশুকে।
শিশু কালে খেয়েছি মাগো তোমার স্তন
শুনেছি খোদার পরে তোমার স্থান
না বুঝে তোমার সাথে করছি কত রাগ
দয়া করে দিও মাগো আমায় তুমি মাপ।
মাগো তোমার প্রাপ্য নাহি শুদিবারে যায়
যদি তোমায় চির দিন তুলে রাখি গায়।
সন্তান যদি কভু রোগাহত হয়
সারা রাত শিয়রে মাতা একা জেগে রয়।
রোগ মুক্তির জন্য মাতা করে মোনাজাত
যত আছে স্নেহ ঢেলে দেয় তারি সাথ।
মায়ের স্নেহ আর অপার ভালোবাসা
গড়ে তোলে শিশু মনে নতুন আশা।
মাতাহীন সংসার হয় অন্ধকার,
দেখিলে মায়ের মুখ কেটে যায় আধার
মায়ের মমতা আর হাসি মাখা মুখ
এ ধরায় সন্তান পায় স্বর্গের সুখ।।