শুধু আজকের জন্য
১/ শুধু আজকের জন্য আমি সুখী হবো।অধিকাংশ মানুষই যত খানি খুশী হতে চায় তাদের মন যা চায় ততটাই তারা তাই হয়।সুখ বাইরের বস্তু নয়।এ হলো অন্তরের।
২/ শুধু আজকের জন্য যা ঘটে তাকে গ্রহন করব,আমার ইচ্ছে মতো সেটা করতে চাইবো না।আমি আমার পরিবার,কাজ আর ভাগ্য যেমন আসবে তাকে সেই ভাবেই মেনে নিবো।
৩/ শুধু আজকের জন্য আমার শরীরের যত্ন নেব,আমি ব্যায়াম করব।যত্ন করবো,শরীরকে অবহেলা করবো না।কারো দোষ খুজবো না,কাউকে নিয়ন্ত্রন বা উন্নত করার চেষ্টা করবো না।
৪/ শুধু আজকের জন্য মনকে আমি সবল করার চেষ্টা করবো।দরকারী কিছু শিক্ষা করবো,আমি এমন কিছু পড়তে চেষ্টা করবো যাতে চেষ্টা দরকার।
৫/ শুধু আজকের জন্য আমার আত্নাকে তিনটি পথে সক্রিয় করবো।আমি একজনকে উপকার করবো কিন্তু নিজের পরিচয় জানাবো না।আমি কাউকে মন ও অনুভুতি দিয়ে নিয়ন্ত্রন করবো।আর যদি তা না পারি তবে আমার কার্যধারা বদল করবো।
৬/ শুধু আজকের জন্য আমি প্রতিয়মান থাকবো।আমি আজ বাহ্যিকভাবে সুদর্শন থাকতে,পোশাক পরতে চেষ্টা করবো।আমি ধীরে ধীরে কথা বলবো,শিষ্ট থাকবো।আমি অপরের প্রশংসা করবো,কোন সমালোচনা করবো না।
৭/ শুধু আজকের জন্য আজকের সমস্যা নিয়ে চিন্তা করবো।সারা জীবনের সমস্যা নিয়ে একসাথে মাথা ঘামাবো না।
৮/ শুধু আজকের জন্য একটা কার্যসূচি রাখবো।প্রতি ঘন্টায় কি করবো তার হিসাব রাখবো।আমি যে সব সময় তা মেনে চলবো তা নয়,তবু তা সত্ত্বেও রাখবো।এতে দুটো জিনিস ধ্বংস হবে তাহলো-ব্যস্ততা আর অনিদির্ষ্টতা।
৯/ শুধু আজকের জন্য আধঘন্টা একাকী বিশ্রাম নেব।এই আধঘন্টা ঈশ্বরের চিন্তা করবো যাতে জীবনকে প্রকৃত উপলব্ধি করতে পারি।
১০/ শুধু আজকের জন্য আমি ভয় পাব না,সুন্দরকে নির্ভীকভাবে পূজা করব এবং যাদের ভালোবাসি তাদের বিশ্বাস করতে চাইবো যে তারাও আমায় ভালোবাসে।
হাসি মুখে চিন্তা করে কাজ করুন,দেখবেন তাহলেই প্রফুল্লতা আসবে।
সংগ্রহ:ডেল কার্নেগী