এখন গভীর রজনী
চারিদিকে ঝিঝি পোকারা
গান গেয়ে উড়ে বেড়াচ্ছে,
শুনতে পাচ্ছ শায়ত্রী?
পিপিলিকার মত ছুটো ছুটি করা
গাড়িগুলো থমকে গেছে,
শুধু জেগে রয়েছে নিয়নের আলো।
ব্যস্ত মানুষ গুলো ব্যস্ততার পর
ক্লান্ত শরীর রয়েছে গভীর নিদ্রায়।
শুধু জেগে আছি-তুমি আর আমি
মুখোমুখি দুজন।
মৃদু পবনে,সুধাকরের আলোয়
উজ্জল তারার মতো জ্বলে
উঠছে তোমার মুখচ্ছবি।
হাজারো কথার ফুলঝুড়ি নিয়ে বসেছি
শায়ত্রী তোমায় বলবো বলে।
লক্ষী পেচারা নিশ্চুপ নির্পলক
দৃষ্টিতে চেয়ে আছে তোমার পানে।
রাতের নিস্তব্ধতা নেমে এসেছে
উজ্জ্বল তারা গুলো এখনো হারায়নি।
শায়ত্রী তোমায় ভালোবাসি
কথাটি বলবো বলে।
লক্ষী পেচার দল,শত কোটি তারা
তোমার মুখপানে চেয়ে আছে,
একটি উত্তরের জানার জন্য
তুমি ও কি ভালোবাসো আমায়??
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৩