কিভাবে আমি মানুষ-
তোমাকে মানুষ বলি না;
তুমি মেয়ে, তুমি মহিলা আরও কত কি!
তুমি অজাত, কুজাত
তুমি অধার্মিক, ধর্মান্ধ, নাস্তিক শত পরিচয়!
তুমি সাদা তুমি কালো
তুমি মন্দ আমি ভাল।
আমাদের মনস্তাত্ত্বিক এই বিভাজন
কিভাবে হবে অবিভাজিত?
তুমি মানুষ আমিও মানুষ
এমন একটা ভাবনায় আলোকিত-
না হলে কিভাবে আমি মানুষ
দাবি করতে পারি?
তাই কাল সকালে বের হয়ে
পথের ধারের মেয়েটাকে
পথের পাশের ভিখারিকে
পাশের সিটের দরিদ্র মানুষটাকে
কষ্ট করে বয়ে নিয়ে যাওয়া রিকশাওয়ালাকে
সবচেয়ে ঈর্ষা করা কলিগকে
আমার চিরজিবনের প্রতিদ্বন্দ্বীকে
আমি বলতে চাই তুমি একজন মানুষ
তুমি আমারি মত একজন মানুষ!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪