বেঁচে থাকা শুধু পেছনের অতীতের সওয়ারি হয়ে
আর বেঁচে থাকা দূরতম আশার পূজারি হয়ে;
হে আল্লাহ, আমার এ জীবন-
কথা না বলা থেকে আজ এই আমি
কানে না শোনা থেকে এই আমি
নিষিক্ত এক ভ্রুন হতে এই আমি
অস্তিত্ব হীন থেকে বাস্তবতার এই আমি।
তোমার দয়া, তোমার ভালবাসায় এই আমি
"এই আমি" হয়ে যাওয়া এক কাণ্ড মূল
তাতে জড়িয়ে পরা অনেক শাখা প্রশাখা
অনেক পাখ পাখালির মুখরিত বিকেল এই আমি;
স্বপ্নের ভেলায় ভেসে বেরানো এই আমি
হে আল্লাহ, তোমারি জন্য আজ এই আমি
আমার জীবন বৃক্ষের জীবন তুমি।
অনেক কবিতা লিখেছি
অনেক পড়া পড়েছি, অনেক জ্ঞানী হয়েছি
হয়ত লিখিনি কখনও
মুখ প্রাণ খুলে বলিনি কখনও
তুমি জীবন দাও বলে আজও আমি এই আমি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪