আমার এ দেহ মন
এক নারীর গর্ভে তৈরি হওয়া চঞ্চল প্রাণ
যার নাম দিয়েছে এ পৃথিবী- 'মা'।
বিগত দশকের ফেলে আসা শৈশব
যার আদর গালে লেগে হয়ে গেছে অমৃত
ভুবন তাকে বলে- 'দাদী'।
হাটি হাটি পায়ে সেই কৈশর
হঠাৎ ই আসা ঘর আলো করে রাখা বালিকা
ধরণী তার নাম দিল- 'বোন'।
নিজের পায়ে দাঁড়ানো যৌবন
এক নারীর ভালবাসায় মনে হয় সার্থক
যার নাম দিয়েছে এ মৃতিকা- 'সহধর্মিণী'।
এখন এই সময়ে তিন দশক বাদে
আমার ঘর আলোকিত করে এলো একটা চাঁদ
সে আমার মেয়ে।
নারী তুমি গৌরবময় প্রেমময় বহুমুখী
নারী তুমি জগৎবিজয়ী মমতাময়ী হও চিরসুখী।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৭