অনাদিকাল দাঁড়িয়ে আছি মনে হচ্ছে
এক হাতে আমার মূল্যবান খাম
অন্য হাত ঘামে ভিজে পিছলে পিছলে যাচ্ছে।
সময় বড় আস্তে আস্তে এগুচ্ছে-
ডানে বায়ে সামনে পিছনে
আমার চোখের দৃষ্টিকোণের পরিধি জড়িয়ে
শুধু মানুষের কালো চুল বড় কষ্টে দেখছি;
নাকে ঘামের দুর্গন্ধ জ্বালা ধরিয়ে দিচ্ছে
তবু পিছলে যাওয়ার ভয়ে হাত শক্ত হচ্ছে।
ডাবল ডেকারের এই নিচ তলা
আর ঢাকা শহরের এই পথে চলা
কবে একদিন আমার এই প্রিয় শহরটার
কালিমা দূর হবে, রাস্তার কালো পিচের উপরে
কিছু সাদা মানুষ
কিছু সহনীয় মনুষ্যত্বের বসবাস হবে!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২১