অনেক দিন হয়ে গেছে আমার এই জগত
অনেক ভাল আছি আমি-
কিন্তু শুনেছি এই সুন্দর জগতটা নাকি নশ্বর!
আর কিছু দিন পরে নাকি
অন্য এক জগতে হবে পদার্পণ-
কি অদ্ভুত লাগে শুনতে
সেখানে নাকি আলো আছে
মানুষ চোখে দেখে
মুখে খেয়ে বেঁচে থাকে
কি অদ্ভুত লাগে ভাবতে!
মাঝে মাঝে মনে হয় সব মিথ্যা
এও কি সম্ভব হতে পারে!
আমার এ বিশাল কুটিরে
হাত পা নাড়াতে পারি অনায়েশে
নাভি পরিস্রুত খাবারে বেঁচে আছি
কি অদ্ভুত! এর নাকি শেষ আছে!
বিশ্বাস হয় না-
এর পরে আর কিছু নেই!
হতে পারে না!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০