লালন শাহ্ লৌকিক বাংলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ধর্মিয় নেতৃপুরুষ, সমাজ সংস্কারক ও লোকায়ত দার্শনিক। গ্রামীন বাংলার ভাব আন্দোলনে তাঁর ভুমিকা অনস্বীকার্য। লালন শাহের মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা এবং মানব মহিমাবোধ তাঁর বাউল চরিত্রে একটি দুর্লভ মাত্রা যোগ করেছিল। আবহমান বাংলা সংস্কৃতির এই কালজয়ী ধারক ও বাহকের মুল্যায়ন করতে যদি কারো দ্বিধা থাকে তবে তাকে কি আমরা বাঙালী বলতে পারি?
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪