কেতাবী সংগার বাইরে সাধারণ মানুষের কাছে প্রতিটি পেশারই একটি ভাবমুর্তি রয়েছে। বহুল প্রচলিত ও জনপ্রিয় কিছু চুটকির মধ্য দিয়ে বিভিন্ন পেশার দুর্বলতাসমুহ অতি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। কয়েকটি উদাহরণ দিচ্ছি:
-সমাজতত্ববিদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি কোনো অপরাধ ঘটলে, অপরাধী ছাড়া আর সকলের দায়িত্ব খুজে পান।
-সাংবাদিক হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি নিজে যা বুঝেন তা সকলকে বুঝিয়ে বেড়ান।
-দার্শনিক হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি সমাধানহীন সমস্যার দুর্বোধ্য ব্যাখ্যা দিয়ে থাকেন।
-রাজনীতিবিদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি সারা দুনিয়াকে পরিবর্তনের প্রতিশ্রতি দেন, অথচ নিজেকে এক চুলও পরিবর্তন করেন না।
-কুটনীতিবিদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি কিছু না বলেও কথা বলতে পারেন।
আর কিছু কি আছে?? মতামত দিন....।