somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইটা গোপন ঘটনাঃ ন্যাশনাল আইডি নিয়ে সর্বোচ্চ সতর্কতা কাম্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে দুইটা গোপন ঘটনা বলবো।

এক.
২০২২ সালের ১ জুন। আমি তখন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। খুব সকালেই জেলা প্রশাসক স্যার মোবাইলে কল দিলেন। বললেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক ফোন করবেন। দ্রুত ব্যবস্থা নিতে হবে। কিছুক্ষণের মধ্যে লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী ফোন করলেন। বললেন, একটা গোপন তথ্য আছে। কয়েকটা প্রাইভেট কারের বহর যশোরের দিকে এগিয়ে আসছে। তথ্য রয়েছে- এসব প্রাইভেট কারে বড় ধরণের সোনার চোরাচালান রয়েছে। আপনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবেন, যিনি বিজিবির তল্লাশিকালে উপস্থিত থেকে আইনগত সহায়তা করবেন। আমি দ্রুত একজন ম্যাজিস্ট্রেটকে বিজিবির টিমকে নেতৃত্বে নেয়ার জন্য পাঠিয়ে দেই। সকাল ৭টার দিকে খবর পেলাম, বাহাদুরপুরে তিনটা প্রাইভেট কার আটক করা হয়েছে। আরেকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তল্লাশি করা হচ্ছে। তবে কিছু পাওয়া যাচ্ছেনা। তিনটি প্রাইভেট কারে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কিছু স্বীকার করছেনা। তবে তাদের মুভমেন্ট ও আচরণ সন্দেহজনক।

ঘণ্টা দুয়েক পর প্রাইভেট কারগুলো পুঙ্খানুপুঙ্খ তল্লাশী করার পর দেখা গেলো সামনের চাকার ওপরে একটি বক্স। এই বক্সটি ঝালাই করে চাকার উপরে এমনভাবে স্থাপন করা হয়েছে যা বাইরে থেকে দেখা যায়না। ইঞ্জিনের কালার। কোনোক্রমেই তা তল্লাশী করে পাওয়া সম্ভব নয়। একটা বক্স ভাঙ্গা হলো- দেখা গেলো একটিতে ৪৫টি সোনার বার। যেটাকে সোনার বিস্কুট বলা হয়। তিনটা প্রাইভেট কার হতে মোট ১৩৫টি সোনার বিস্কুট উদ্ধার করা হলো। সব মিলিয়ে ১৫ কেজি ৮শ গ্রাম সোনা। আমি বললাম, বাহাদুরপুরের মতো জনবহুল এলাকায় বেশিক্ষণ অবস্থান করাটা ঠিক হবেনা। লোকজন জেনে গেলে, অনেক ভীড় হবে। ওদেরকে নিয়ে দ্রুত বিজিবির দপ্তরে যান। সেখানে সম্পূর্ণ গাড়ি খুলে আরো চেক করতে হবে। সে মতে আটককৃত গাড়ি ও চালকদের বিজিবির দপ্তরে নিয়ে যাওয়া হয়।

সকালে ৯টায় অফিসে যাওয়ার আগে আমি নিজেও একবার বিজিবি দপ্তরে গেলাম। আটককৃত লোকজনকে কিছুক্ষণ জিজ্ঞাবাবাদ করলাম। তারা এমন ভাব করলো কিছুই জানেনা। পরে একজন একজন করে একটু দূরে নিয়ে এর পেছনে কে কে রয়েছে- জানতে চাইলাম। একজন বললো, বেনাপোলের নাসির নামের একজন এই চোরাচালানের পেছনে রয়েছে। তারা শহরের এমন কয়েকজনের নাম বলেছিলো- তা বলতে গেলে আমার লেখাটাই অন্যদিকে চলে যাবে। সেকারণে ওদিকে যাচ্ছিনা। জিজ্ঞাসাবাদ শেষে গেলাম- ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর কক্ষে। তার কাছে যা শুনলাম তাতে প্রস্তুত ছিলাম না।

বিজিবির অধিনায়ক একটা ফোন নম্বর দেখিয়ে বললেন, সকাল থেকে এই নম্বর থেকে আমাকে ফোন করে যাচ্ছে। বলছে, তারা আমাদের ওপর নজর রাখছে। গাড়িতে যত সোনা আছে তা যেন কোথাও বেহাত না হয় সেজন্য হুমকীও দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো- বলছে এই মাত্র এডিএম আপনাদের দপ্তরে ঢুকছে।

সব শুনে আমি বললাম, আমাকে দুই ঘন্টা সময় দিন। ওকে ধরে আপনার সামনে হাজির করছি। বিজিবির দপ্তর থেকে বের হয়ে একটা সংস্থার (পুলিশ না) অফিসে গেলাম। গিয়ে বললাম, এই নম্বরের মালিক সোনা চোরাচালানের মূল হোতা। এ ব্যক্তিটা কে দেখবো। কিছুক্ষণের মধ্যে তারা মোবাইল সিমটি যার নামে কেনা হয়েছে তার জাতীয় পরিচয়পত্র হাজির করলেন। চেহারা দেখে অবাক হলাম। ঠোট কাটা। চেহারায় কৃষকের ছাপ। তবে তার বাড়ি বেনাপোল। আমি ওই সংস্থাকে বললাম, এই লোকটাকে দ্রুত ধরতে হবে। পরীক্ষা করে দেখা গেলো- তার অবস্থান বেনাপোলে। মটরসাইকেল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম তাকে ধরতে বের হয়ে যান। আর আমি অফিসে চলে যাই।

দুপুর নাগাদ খবর আসে, এনআইডির মালিককে ধরা হয়েছে। ওই নম্বরের বিপরীতে কেনা সিম থেকেই ৪৯ বিজিবির অধিনায়ককে ফোন করে হুমকি দিয়েছে। আমি বললাম, তাকে নিয়ে ৪৯ বিজিবির অধিনায়কের সামনে হাজির করুন। এর মধ্যে আমি আদালতে উঠি। ব্যস্ত সময় পার করি। কোর্ট থেকে বের হয়ে দেখি মোবাইলে বিজিবি অধিনায়কের অনেক মিসড কল। পরে তাকে কল করতেই তিনি বলে উঠলেন, আরে কাকে পাঠিয়েছেন। তিনি একজন কৃষক। গোবেচারা মানুষ। আমি বললাম, ওটা তার এনআইডি কীনা? তিনি জানালেন, তার এনআইডি ঠিক আছে। তবে ওই তিনি ওই সিম কখনোই কিনেননি। ওই নম্বরও তিনি ব্যবহার করেন না। আমি বললাম, তার এনআইডি দিয়ে একজন আন্তর্জাতিক চোরাচালানি সিম কিনে চোরাচালান করছে। আর তার খবর নাই। তিনি বললেন, কী আর করবো! তাকে সসম্মানে চা খাইয়ে বিদায় দিয়েছি। বলেছি, পরবর্তীতে তদন্তের কোনো প্রয়োজন হলে- ডাকলেই যাতে হাজির হন।

এত গল্প বলার মূল কারণ এটাই। একজন কৃষকের এনআইডি নিয়ে একজন আন্তর্জাতিক মাফিয়া মোবাইল চালিয়ে সোনা চোরাচালান করছে। আর এদিকে এনআইডির মালিকের খবর নেই। একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। আর একটি এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন/ নিবন্ধন করা হয়েছে তা সহজেই চেক করা যায়। মেবাইলে *১৬০০১# ডায়াল করতে হয়। তারপর এনআইডির শেষ চার ডিজিট পাঠাতে হয়। ফিরতি ম্যাসেজে মোবাইল নম্বরগুলো জানিয়ে দেয়া হয়। আপনারা যারা এ লেখাটি পড়বেন- এখনি চেক করে নিন।

ধরুন, আপনারা শিক্ষিত বলে এটা সহজেই করতে পারছেন। অথচ ওই ফরমাল শিক্ষাহীন কৃষকের পক্ষে কী এটা সম্ভব! একটা সিস্টেম থাকলেই তিনি এই বিপদ থেকে বেঁচে যেতে পারতেন। সেটা হলো- কেউ কোনো এইনআইডি দিয়ে সিম কেনার পর ওই এনআইডির বিপরীতে যতগুলো সিম কেনা হয়েছে সবগুলো নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে। বলতে হবে- আপনার এনআইডির বিপরীতে এই নম্বরের একটি সিম কেনা হয়েছে। ব্যস এনআইডির মালিক ওই সিমটা তিনি কিনেছেন নাকি অন্য কেউ কিনেছে তা সহজেই বুঝতে পারতেন। শুধু ছোট্ট একটা সংস্কার করলে অনেক মানুষ বিপদ থেকে বেঁচে যেতেন। বিটিআরসি বিষয়টি সহজেই বাস্তবায়ন করতে পারে।

দুই.
এই ঘটনাটি কয়েক দিন আগের। পুরান ঢাকা থেকে একজন মেয়ে এসেছেন দুদকে। মেয়েটির হাতে নূতন মেহেদির রঙ। বেশভূষায় বুঝাই যাচ্ছে সম্প্রতি তার বিয়ে হয়েছে। তার হাতে একটি নোটিশ। নোটিশের সারমর্ম হলো- আপনি আপনার স্বামীর এত কোটি টাকা ঋণের জিম্মাদার হয়েছেন। ওই টাকা আত্মসাত করা হয়েছে। এই আাত্মসাতের বিষয়ে আপনার শুনানি গ্রহণ করা হবে।

ঘটনা হলো- নোটিশটি নিয়ে দুদকের প্রসেস সার্ভার প্রথমে তার ঠিকানায় যায়। পরে জানা যায়, সেটি তার বাবার বাড়ি। তিনি সেখানে থাকেন না। কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে। তিনি এখন শ্বশুড় বাড়িতে থাকেন। শ্বশুড় বাড়ি কাছেই। এ ধরণের নোটিশ হাতে হাতে পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। পরে প্রসেস সার্ভার ওই মেয়ের শ্বশুড় বাড়িতে যান। নূতন বউয়ের নামে দুদকের নোটিশ এসেছে এতে পুরো শ্বশুড়কূলে তোলপাড় হয়ে যায়। নোটিশে দেখা যায়, ওই মেয়ের আগে বিয়ে হয়েছিলো। এরপর তার ওই স্বামীর নামে কয়েক কোটি টাকার ঋণের জিম্মাদারও হয়েছেন। বিয়ে ভেঙ্গে যাওয়া সময়ের ব্যবধান মাত্র। সবশেষে শ্বশুড় বাড়ির লোকজন দুদকের শুনানি পর্যন্ত ধৈর্য ধরতে রাজি হন।

শুনানিকালে মেয়েটার এনআইডি পরীক্ষা করা হয়। দেখা যায়, তার নিজের এনআইডি। নাম, পিতার নাম, এনআইডি নম্বর, ঠিকানা সব ঠিক আছে। শুধু ছবিটা ঠিক নেই। সেখানে যে মহিলার ছবি ব্যবহার করা হয়েছে- সেটা তার নয়। অন্য কারো ছবি। জিজ্ঞাসা করলাম, আপনার এনআইডি তারা কোথায় পেয়েছে। তিনি নিজেও অবাক। তার এনআইডি তাদের কাছে কীভাবে গেলো। পরে স্মরণ করলেন, ওই আর্থিক প্রতিষ্ঠানে তিনি চাকরির আবেদন করেছিলেন। সেই আবেদন থেকে আর্থিক প্রতিষ্ঠানেরই প্রতারকচক্র তার এনআইডি নিয়ে তাদের চক্রের একজন মহিলার ছবি বসিয়ে এনআইডি বানিয়েছে। বিয়ের কাবিন বানিয়েছে। একটা ঋণ নিতে যেসব কাগজপত্র দরকার সবই বানিয়েছে। বলাই বাহুল্য যে সবগুলোই ভুয়া।

শেষ পর্যন্ত ওই মেয়ের বিয়েটা রক্ষা করেছিলাম। এই গল্পটা বেশিদূর বলবোনা। তবে বুঝতেই পারছেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কীভাবে লুটপাট করা হয়েছে। আমি দেশের এই আর্থিক লুটপাটের বিষয়টিই তদন্তের দায়িত্ব পালন করছি। প্রতিটি লুটপাটের পেছনে এরকম হাজারো গল্পের মুখোমুখি হই প্রতিদিন। এটা তো একজন জিম্মাদারের এনআইডি জালিয়াতির কথা বললাম। এরকম শত শত ঘটনা রয়েছে। আরেকজনের এনআইডি ব্যবহার করে ঋণ নিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। শত শত কোটি টাকা লেনদেন করেছে। সবই এনআইডি জাল করে। যার এনআইডি সে কিছুই জানেনা।

এটা নিয়ে লেখার কারণ আছে। সবাই যাতে এনআইডির বিষয়ে সাবধানতা অবলম্বন করেন। তবে আপনার এনআইডি দিয়ে মোবাইলের সিম কেনা হয়েছে কীনা তা সহজেই চেক করতে পারবেন। অন্যদিকে আপনার এনআইডি দিয়ে কেউ ঋণ নিয়েছে কীনা তা চেক করার কোনো সিস্টেম দেশে নেই। এটা থাকা কী উচিত নয়! কী বলেন আপনারা! বাংলাদেশ ব্যাংক চাইলে এটা সহজেই বাস্তবায়ন করতে পারে।

যাই হোক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডাকা হলো। তারা বললেন, ওই ঘটনার সময়ে এনআইডি চেক করার সুবিধা ব্যাংকে ছিলনা। একারণে এনআইডি চেক করা হয়নি। এখন এনআইডির সার্ভারে গিয়ে চেক করা হয়। যদিও এসব বলে মামলা থেকে রেহাই পায়নি। এরপরেও এ ধরণের জালিয়াতি এড়াতে খুব ছোট একটা কাজ করা যায়। যিনি ঋণ নেবেন, যিনি জিম্মাদার হবেন, যাদের এনআইডি ব্যবহার করা হয়েছে, ওইসব এনআইডির বিপরীতে সবগুলো নম্বরে ম্যাসেজ দিতে হবে। সোজা বাংলায় ম্যাসেজ- আপনি অমুক ব্যাংকের অমুক শাখা থেকে এত টাকা ঋণের আবেদন করেছেন। আপনি অমুক ব্যক্তির এত কোটি টাকার ঋণের জিম্মাদার হচ্ছেন। এরকম হলে কেউ কারো এনআইডি ব্যবহার করতে পারতোনা।

দুইটা গোপন ঘটনা বলার কারণ হলো- ছোট্ট দুটো উদ্যোগ নিলে সামনে এ ধরণের ঘটনা আর হবেনা। আর আপনাদের বলছি, এনআইডি নিয়ে হেলাফেলা কখনোই করবেন না।

Kazi Saemuzzaman
ঢাকা।
১৮ জানুয়ারি ২০২৫
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফরহাদ মজহার নিজেই কি বোমা বানিয়ে নিজের প্রতিষ্ঠানে মারলেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৪৯


ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা হামলা নাটক নাতো?

১. যে সিসি ফুটেজ পাওয়া যাচ্ছে, তা অস্পষ্ট এবং পাশের অন্য ভবনের। একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ও একজন দেশব্যাপী পরিচিত ভাবুক/চিন্তক তথা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি বিপ্লবী সরকারের পথে?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৩৮



সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের একাধিক বক্তব্য এবং অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত থেকে... ...বাকিটুকু পড়ুন

বসন্ত এসে গেছে!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৬



রবীন্দ্রনাথের পছন্দ ছিলো বর্ষাকাল।
তার অনেক লেখাতে ঘুরেফিরে বর্ষাকাল এসেছে। বর্ষা নিয়ে গান লিখেছেন, কবিতা লিখেছেন। অনেক বিলাসিতা করেছেন। এমনকি রবীন্দ্রনাথ পদ্মা নদীতে বোটে বসে বর্ষাকালটা উপভোগ করতেন।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশের অবস্থা হলো এই

লিখেছেন আবদুর রব শরীফ, ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪০

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য : একজন "র" এজেন্ট যে বাংলাদেশকে দ্বায়িত্ব নিয়ে একাই ধ্বংস করছে !

লিখেছেন গেছো দাদা, ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৫

এই ভয়ঙ্কর মিথ্যেবাদী এবং ক্ষমতা পাগল লোকটার কথা প্রথম শুনি অভিজিৎ রায়ের লেখায়। সেটা 2014 সাল। একটু অবাক করা ব্যাপার ছিল। সেটা হচ্ছে এক ব্রাহ্মণ... ...বাকিটুকু পড়ুন

×