আজ কোন আদর্শের সৈনিক এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসবে না। দেখুন একজন রাজনীতিবিদের সিধান্তে ভুল থাকতে পারে, কেউই ভুলের উর্ধ্বে নয়। বঙ্গবন্ধুও ব্যতিক্রম নয়। তার ভুল নিয়ে গঠনমূলক সমালোচনা হতে পারে, আবার তার অবদানকেও স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর অসম্মান কাম্য নয়, তবে আজকের এ অসম্মানের দায় শেকাছিনা এবং তার দলের। যারা আমাকে জামাত, শিবির, পাকি, মৌলবাদী বলেছে, সেসব স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সুবিধাবাদী সেকুলাঙ্গার আজ কোন প্রতিবাদ করবে না। তবে আজকের দিনেও আমি এ দৃশ্যর প্রতিবাদ জানাই। আমাদের সকল প্রয়াত নেতাকে আমি শ্রদ্ধা করি।
চব্বিশের পরাজিত শক্তি আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে, তাই হিন্দু সম্প্রদায়ের বাড়ী, সম্পদ এবং মন্দির রক্ষা করতে হবে,
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৬