এখন থেকে সরকারি অফিস সকাল ৮ টা হতে বিকেল ৩টা পর্যন্ত চলবে৷ সরকারের নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।
তবে আমি মনে করি সূর্যোদয়ের সাথে মিল রেখে অফিস টাইম নির্ধারণ করা উচিত। কোন মাসে কখন অফিস শুরু কখন শেষ, সে অনুযায়ী একটা ক্যালেন্ডাই থাকা উচিত। সূর্যোদয়ের সময় হতে দেড় ঘন্টার মধ্যেই অফিস সময় নির্ধারণ করা, এবং দপুর আড়াইটা হতে তিনটার মধ্যে অফিস ছুটি করা দরকার। যেখানে দুপরে খাবার এবং নামাজের জন্য দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত একটা ব্রেক থাকবে।
এতে করে প্রত্যেকেই বিকেলের মিষ্টি সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পারবে। ফলে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে। আমি সর্বদাই বলি, যে মাতা-পিতা বিকেলে তাদের সন্তানের খেলার সাথী হবে, সে সন্তান কখনো খারাপ পথে যাবে না।
ইংরেজিতে খুব জনপ্রি একটা ছড়া হচ্ছে,
Early to bed
And early to rise
Makes a man healthy
Wealthy and wise
অর্থাৎ,
সকাল সকাল ঘুমিয়ে
সকাল সকাল ওঠা
ধনে জ্ঞানে স্বাস্থ্যে
হবে সবার সেরা।
এটি কেবল ছড়া নয়, এটি ইউনিভার্সাল ট্রু। ভোরে অফিসের কথা মাথায় রেখে মানুষ তাড়াতাড়ি ঘুমাতে যাবে। এই একটা বিষয় পরিবর্তন করার কারণে মানুষের দৈনন্দিন জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। খুব ভোরে মানুষ সকালের নাস্তা করবে, বারোটা থেকে একটার মধ্যে দুপুরের খাবার খেয়ে নেবে, এবং সাতটা হতে আটটার মধ্যে রাতের খাবার সম্পন্ন করবে। যা চিকিৎসা বিজ্ঞানের মতে খাবার খাওয়ার উপযুক্ত সময়। ফলে মানুষের স্বাস্থগত দিক থেকে উন্নতি ঘটবে।
আমি বিশ্বাস করি, বিষয়টি সরকারি বেসরকারি সকল পর্যায়ে চালু করা হলে জাতীয় উৎপাদনও বৃদ্ধি পাবে।
কারণ:
১. বিকেলের মিষ্টি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর ফলে মানুষিক ভাবে স্ট্রেস মুক্ত থাকা যাবে।
২. ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রাম। কয়েকঘন্টা বিশ্রামের পর ভোরের দিকে যখন আবারো মস্তিষ্ক কাজ শুরু করে তখন অনেকটাই ফ্রেস এবং প্রাণবন্ত থাকে, ফলে কাজের প্রতি অন্য যেকোনো সময়ের চেয়ে অধিক মনোযোগী হওয়া সম্ভব হবে। যা কাজের গুণগত মান বৃদ্ধি করবে।
৩. ভোরের শীতল এবং সতেজ আবহাওয়ায় শরীরটাও সতেজ থাকে। ফলে শারীরিক ভাবেও অনেকটা আরামদায়ক অবস্থানে থেকে কাজ করা সম্ভব হবে।
৪. সকালে থেকে দুপুর পর্যন্ত কাজ, বিকেলে রিফ্রেশমেন্ট। ফলে কেবল শনি কিংবা রবিবার নয়, প্রতিটি দিনই কাজ শুরু করা যাবে নতুন উদ্যমে।
আমি চাই বিষয়টি নিয়ে আলোচনা হোক।
★ শপথ তাদের, যারা অভিযান বের করে প্রভাতকালে। (সুরা : আল-আদিআত, ০৩)
★ রাসূল পাক (সা.) ইরশাদ করেন, ‘সকালবেলায় রিজিকের অন্বেষণ করো। কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়'। (মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নং: ৬২২০)
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৭