কাউকে বিস্মিত করতে ভীষণ ভালো লাগতো
বিস্ময়ের আনন্দে ঝিলমিল করা চোখমুখ দেখে মনে হতো ,
বেশ তো এই বেঁচে থাকা !
বেশ তো !
ভালো লাগতো নিজেও বিস্মিত হতে
ঘুম বালিশের তলায় ,ছোট একটা ফুলকুঁড়ি
কিম্বা একটা কথাহীন চিঠি ,বিভোর বুকে চেপে ধরা
কেবলি ভালোলাগা ! কেবলি ভালোলাগা !
এক বিষাদ সন্ধ্যায় তুমি আনন্দ জাগাতে এলে
যেন এক গভীর বিস্ময় টেনে নিলো অচেনা পথে
নিঃশ্বাস খুঁজে নিয়েছিলো তোমার নিঃশ্বাসের পথ
তারপর কত পথ একসাথে চলা
বিস্ময়ের যেন শেষ নেই !
তুমি যেন আয়না ! প্রতিচ্ছবি আমার !
সকাল , দুপুর , আঁধারের নানা রঙের বিস্ময়ের সাথে পথ চলা
তারপর ,হারাবার ক্ষণ
এলোমেলো হাওয়ার মতো সমস্ত নাড়িয়ে চলে গেলে
সেও বিস্ময় !
বিস্মিত আমাকে খুব অগোছালো করে
নিঃশব্দে নিঃশ্বাস থেকে কেড়ে নিলে নিঃশ্বাস
বিষাদ বিস্ময় বলে দিলো , সব বিস্ময় জীবন দেয় না !