ফিরে এসো বসন্ত দিন !
------------
সাবিহা খাতুন সবসময় একমনে তসবি পড়েন । আজ ব্যতিক্রম হচ্ছে । তাহাজ্জুদ শেষে জায়নামাজে বসে তসবি পড়ছিলেন । পূর্বা এসে দাদীকে জড়িয়ে ধরে বললো , এই বুড়ি ,শুভ ফাল্গুন ! সাবিহা খাতুন নাতনী কে জড়িয়ে ধরে হাসলেন , কাল হলুদ শাড়ি পরিস তো বুড়ি আর ফুলের গয়না । দেখতে ইচ্ছে করছে তোকে কেমন দেখায় । আচ্ছা বলেই চলে গেলো পূর্বা । ওর এত কথা শোনার সময় নেই । অনেক কাজ বাকি । কোন শাড়ি পরবে সেটা ঠিক করতে হবে , হাতে মেহেদি দিতে হবে । কখন বাসা থেকে বের হবে বন্ধুদের সাথে প্ল্যান করতে হবে ।
এক ঝটকায় সাবিহা খাতুন ফিরে গেলেন ৪৫ বছর আগে ।সেদিন ভর দুপুরে কেউ একজন এসেছিলো । এমনিতে সে আসতো প্রতিদিনই ।বাড়ির সামনে দিয়ে ফনিক্স সাইকেল নিয়ে একবার যেন আসতেই হবে । কিন্তু সেদিনের আসাটা একদম আলাদা ছিল ! জানালায় চিঠি গুঁজে দিয়ে ছুটে পালিয়েছিল ১৫ বছরের এক লাজুক কিশোর ! লজ্জাবতী কিশোরীর পুরো রাত কেটেছিল চিঠির সুগন্ধে !
তারপর সব বদলে গেলো । অচিন দেশের এক রাজকুমার এসে ছিনিয়ে নিয়ে গেলো রাজকুমারীকে । বাবা মায়ের মুখের উপর কথা বলার সাধ্যি ছিলো না তার ।
রাজকুমারী অপেক্ষা করেছে বহুবছর ! এখনো অপেক্ষা করে ! ফাগুন এলেই মনেমনে হলুদে রঙিন হয় । কেন যেন তার মনে হয় , কিশোর এখনো তাকে চিঠি লেখে ! শুধু ডাকপিয়ন তার ঠিকানা খুঁজে পায় না । সাবিহা খাতুন চিঠিটা বের করেন । এখনো তার কাছে প্রতিটা শব্দ নতুন ! প্রতিটা শব্দ বলে দেয় , কেউ আছে , ঠিক আছে ! তিনি সবসময়ের মতো মনে মনে চিঠির উত্তর দেন , হু , আমি থাকবো বাড়ির ঠিক পিছনের কদমতলায় । আপনি সত্যি আসবেন তো ?
---------------------------------------------------------------
তাহাদের স্বপ্ন
-----------------
প্রায় রাতেই ঘুম ভেঙ্গে কিছুক্ষণ চুপ করে বসে থাকাটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে পূর্বার । অদ্ভুত সব স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গে ওর । কিন্তু পরে আর মনে থাকে না কিছু । শুধু ভীষণ মন খারাপ হয় ! অকারণে ভীষণ মন খারাপ ! বসে থেকে থেকে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে পূর্বা ! কিন্তু আজ ঘুম আসছে না । স্বপ্নটা আজ মনে আছে ওর ।
স্বপ্নে পূর্বা নিজেকেই দেখেছে । নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে , আশপাশ দিয়ে হুশ করে বেড়িয়ে যাচ্ছে বড় বড় ট্রাক । পূর্বার কোন দিকে খেয়াল নেই । স্বপ্নের ভিতরেই নিজের জন্য ভয় করছিল পূর্বার । হঠাৎ একটা ট্রাক একদম পূর্বার ঠিক পিছনে চলে এলো ! ঘুমের মধ্যেই দম বন্ধ করা কষ্ট হতে থাকে ওর । ঠিক তখনই হ্যাঁচকা টানে কেউ একজন রাস্তা থেকে টেনে সরালো ওকে । কি অদ্ভুত মায়া নিয়ে ওর দিকে তাকিয়ে আছে একটি ছেলে ! ছেলেটা খুব রাগী ভঙ্গিতে বলল , এভাবে কেউ হাঁটে ! একটু হলেই তো ট্রাকের নিচে পড়তে !
ছেলেটা এমন পরিচিত ভঙ্গিতে কথা বলছিল ! পূর্বা কিছুতেই চিনতে পারছিল না ওকে । কে ছেলেটা ? ঠিক তখনি ঘুম ভেঙ্গে গেলো ওর । এটাকে ঠিক মন খারাপের স্বপ্ন বলা যাবে না । কিন্তু পূর্বার ভীষণ খারাপ লাগছে । ছেলেটাকে একটা থ্যাংকস ও দেয়া হয়নি । তার আগেই স্বপ্ন ভেঙ্গে গেলো । ধ্যাত ! কোন মানে হয় ! ছেলেটাকে আবার দেখতে ইচ্ছে করছে । ইচ্ছে করছে , ছেলেটার হাত ধরে একটু হাঁটতে । পূর্বা লাইট নিভিয়ে শুয়ে পড়লো ! যদি আবার স্বপ্ন দেখে ছেলেটিকে , ওকে থ্যাংকস বলে নাম জিজ্ঞেস করতে হবে । তারপর একটা বকাও দিতে পারে । ওকে তুমি করে ডাকার জন্য ! আচ্ছা , ছেলেটা কোথায় থাকে ?
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন