
ক'ফোঁটা অশ্রু গড়ালে আমার কষ্ট বোঝানো হয়
ক'বার দীর্ঘশ্বাস ফেললে বুঝবে আমি ভেঙে গুড়িয়ে যাই
ক'বার লুকোলে তোমাদের সাথে বাঁচা যায়
ক'বার মরে গেলে বুঝবে আমি বেঁচে নেই
কতোটুকু সময় পার হলে বলবে অনেক করেছো
এইবার তোমার বিশ্রাম নেবার সময়
এইবার তোমার নিজের বাঁচার সময়
এইবার তুমি শ্বাস নাও নিজের জন্য
একবার ভাবো কি তোমার ভালোলাগে
বলবে পৃথিবী ? একবার ? একটা জীবন দেবে ?
শুধু নিজের মতো একবার বাঁচবো
খুব ভালোবেসে ভুলে থাকার অভিনয় করবো না
একবার দেবে ? নিজের আকাশে নিজের লাটাইয়ে একবার উড়তে
খুব কাছে এসে ফিরে যাবার মিথ্যে পথ ভুলে যেতে
দেবে ? পৃথিবী ! তোমায় বলছি । তুমি শুনছো কি ?
একবার একটা দীর্ঘশ্বাস ফেলতে চাই
আমার একান্ত অভিমানে ,দেবে ?
১৪/০১/২০১২