শব্দের মুখরতা আজ ভালো লাগায় না আমায় ,
যান্ত্রিক , পারিবারিক সব শব্দই আনন্দহীন ।
তোমাদের ভিড়ে নিজেকে বেমানান বোধ হয় ;
ইচ্ছে ঘুড়ি উড়াল দিতে চায় নিবিড় কোন অরন্যে ,
হয়তোবা কোন নির্জন দ্বীপে ।
যেখানে কথা বলবে বাতাস -
বাতাসের সেই শব্দে সুর ফিরে পাবে
লজ্জায় নুইয়ে পড়া পাতারা ,
সমুদ্র বাজাবে পৃথিবীর মধুরতম বাজনা ,
নেচে উঠবে মৎস্য কন্যারা ।
আকাশ ঝরাবে রিমঝিম বৃষ্টি ,
চোখের জল ধুয়ে
রংধনু রঙে রঙিন হবো আমি ।
হারিয়ে যাওয়া আমায় মনে রেখোনা ,
নির্জনতার এই ভুবনে আমার মত থাকতে দাও -
মিশে যেতে দাও প্রকৃতিতে ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩৪