সপ্নহীনের সপ্ন দেখা
অনেক আশা,অনেক সাধনা, আজ সে সপ্ন দেকবে
নীল আকাশে সাদা মেঘের মতো ভেসে চলার সপ্ন দেকবে
সুখ,দুঃখ, ভালোবাসা, একান্ত স্পর্শ, ছুয়ে থাকার সপ্ন দেকবে
অনেক আশা অনেক সাধনা নিয়ে বিছানায় গা এলিয়ে ভাবে?
আজ সত্যি সপ্ন দেকবে!
প্রহর এর পর প্রহর কাটে , রাত জাগা পাখী ডেকে ক্লান্ত হয়
চোখের পাতা এক হয়্না ?
রাত গড়িয়ে সকাল হয় , আজো সপ্ন হীনের সপ্ন দেকার সাধ অপূর্ণ রয়ে যায় !