আমার বেশ কিছু কবিতা লেখা আছে।আমার মনে হয় বয়ঃসন্ধিকালে সবার মাথাতেই কিছু কবিতা ঘোরে।
তবে আমি কবি না,এটা আমি স্বীকার করি।কবিতার ছন্দ,তাল সমন্ধে আমি জানি না।তবুও মাঝে মাঝে নিজেকে কবি ভাবতে ভাল লাগে কারণ কিছু কবিতা তো আমি লিখেছি।
এখানে হয়ত অনেক ভাল কবি আছেন।তাদের কাছে এটা হয়ত বর্জ্য ছাড়া কিছুই না।তবুও তাদের ভর্ৎসনা ছাড়া সমালোচনাটুকুই আমার কাম্য।
আমার প্রথম কবিতা এই ব্লগেঃ
অপেক্ষা
তুমি বলেছিলে আসবে ফিরে,
আমি অপেক্ষায় কাটিয়েছি সহস্র বছর ।
দিন আর রাতের পালাবদল,
এক মুহূর্তের জন্য পারেনি
দুচোখে ঘুম আনতে ।
অপলক তাকিয়ে ছিলাম তোমার অপেক্ষায় ।
গ্রীষ্মের খরতাপ,বর্ষার অঝোর ধারা
শীতের তীব্র কামড়.............এক,দুই,তিন
গুণে আর রাখিনি সময়ের তালিকা ।
তুমি আসোনি ।
অপেক্ষার প্রহর গুণে,
বের হয়েছি তোমায় খুঁজতে,
পাছে পথ খুজে না পাও।
কত জাতি,কত মহারাজা
দেখেছি লোভ,দেখেছি ঘৃণা
আর দেখেছি ভালবাসা ।
কিন্তু আমি থামিনি ।
কত নগর,মনোমুগ্ধকর সভ্যতা
পেছনে ফেলে আমি হেটেছি তোমার খোঁজে,
গ্রাম পেরিয়ে শহর,মাঠ পেরিয়ে বন
মরুভূমি পেরিয়ে পাহাড়
হেটেছি অনন্তর।
রক্তাক্ত পায়ে এগিয়ে চলেছি
পেছনে ফেলে এসেছি রক্তের ছাপ?
না... তোমার ভালবাসায় রঞ্জিত পায়ের ছাপ।
দিয়েছি সমুদ্র পাড়ি
পূব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ
নিয়েছি সমুদ্রের জীবন,দেখেছি জীবনের আহবান ,
শুনেছি মৃত্যুর নিনাদ,দেখেছি লোভ আর সংঘাত।
শুধু পাইনি তোমাকে।
কত শত বছর খোঁজার পর
আবার বসেছি তোমার অপেক্ষায়
আজ অপেক্ষার প্রহর ও শেষ।
ওরা বলবে
আমার চলে যাওয়ার পর
অবশেষে ওর বোধোদয় হয়েছে ।
জেনে রেখো প্রিয়ে
মৃত্যু আমার শরীর কে স্পর্শ করেছে
কিন্তু আমার মন আজ ও স্বাধীন
আমার হৃদয় অনন্তকাল
তোমার অপেক্ষায় থাকবে।