তুমি আমি, পেরেছি কি সব ভুলে যেতে
স্মৃতিগুলো নিশ্চুপ রাত হয়ে কথা বলে
রাত শেষে নিয়ম করে, দিন আসে চলে
অবাক পৃথিবী যাচ্ছে চলে, আপন পথে ঘুরে।
সময়ের ঘুড়ি উড়ে যায় আকাশে
অদৃশ্য বিধাতা লাটাই হাতে খেলে
সে ঘুড়ি হয়ত, কবেই গিয়েছে ছিঁড়ে
আজ শুধু হাহাকার দু’টি বুক জুড়ে।
ওরা দেখেনি, ওরা শুনেনি আমরা চেয়েছি
অসীমের দিকে ছুটতে, বাঁধার পাহাড় গুড়িয়ে।
তবুও দেখো, ইতিহাস হাস-ফাঁস করে ভারে
এখনো মানুষ, বোকা দেয়াল গড়তে ভালোবাসে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৪