অনেক দিন ধরে বাহিরে যাওয়া হয়না। তাছাড়া ভাগ্নে ও কিছু দিন ধরে চিড়িয়াখানায় যাবে যাবে করছিল। তাই কাল (১৭.০৯.২০১৫) অফিস বন্ধ থাকায় দুপুরের খাওয়ার পর্ব শেষ করে বের হয়ে পড়লাম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের উদ্দেশ্যে। এইতো, একটু ঘোরাফেরা আর ভাগ্নের ইচ্ছা পূরণ করা এবং সে সেখানে যেয়ে ভালোই মজা করেছে। বিশেষ করে যে পশু-পাখিগুলোর নাম জানতো, তাদের নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করেছে। তাহলে আর দেরী কেন, চলুন দেখে নেওয়া যাক চিড়িয়াখানার খাঁচার ভিতরের প্রাণিগুলো !!
০১। বানর
০২। হাড়গিলা
০৩। রাজ ধনেশ
০৪। ময়ূর
০৫। জলহস্তী
০৬। মিঠা পানির কুমির
০৭। অজগর-০১
০৮। অজগর-০২
০৯। ইমু
১০। জিরাফ এবং জেব্রা
১১। ভারতীয় সিংহ এবং ঘড়িয়াল
১২। উট পাখি এবং ক্যাংগারু
১৩। গাধা এবং ঘোড়া
১৪। ওয়াটার বাক এবং কালো ওয়াইল্ড বিষ্ট
১৫। চিত্রা হরিণ
১৬। কেশোয়ারি এবং ম্যাকাও
১৭। ভল্লুক এবং গন্ডার
১৮। সবুজ ঘুঘু এবং টারকি
১৯। গ্রেটার কুডু এবং কমন ইল্যান্ড
২০। ভুবন চিল এবং তিলাবাজ
২১। শঙ্খিনী সাপ এবং শঙ্খ চিল
২২। ভারবেট বানর এবং কুড়া / কুড়াল
২৩। রিং-টেইল লেমুর এবং ভল্লুক বিড়াল
২৪। চিত্রা হরিণ এবং মায়া হরিণ
২৫। কালোগলা বক এবং সারস ক্রেন
অনেক তো মাঠে ঘুরলেন, এবার চলুন যাদুঘরের ভিতরে যাওয়া যাক। এর জন্য আলাদা প্রবেশমূল্য দিতে হবে। জনপ্রতি মাত্র পাঁচ টাকা। সাবধান, ভিতরে ছবি তোলা নিষেধ।
২৬। সম্ভার-০১
২৭। সম্ভার-০২
২৮। সম্ভার-০৩
২৯। সম্ভার-০৪
৩০। সম্ভার-০৫
৩১। সম্ভার-০৬
সময় শেষ হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই বাদ পড়ে গেল। পরের বার হাতে আরো সময় নিয়ে আসা যাবে।
বাঘ মামার ছবি তুলতে পারলাম না। কারণ উনি ঘুমিয়ে ছিলেন। পরে শেষ সময়ে উনার হাঁটার ছোট একটা ভিডিও নিলাম।
রয়েল বেঙ্গল টাইগার
*** সকল ছবি এবং ভিডিও-টি স্বল্প মূল্যের Symphony Xplorer ... মোবাইল দিয়ে সংগ্রহ করা।
সবাইকে ধন্যবাদ।
পূর্বের ছবি ব্লগ সমূহ:
♦ ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান।
♦ ছবি ব্লগ-০২। নীলাচল, বান্দরবান।
♦ ছবি ব্লগ-০১।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯