এই যে ছুটছি, সকাল-বিকাল
কিসের টানে, কার খোঁজে !
লিখিত সময় নিয়ম করে, যাচ্ছে চলে
ঘুরছি শুধু শূন্য আমি, তুমিহীন ক্ষুদ্র বৃত্তে।
জেনেছি, এখানে মানুষগুলো পাল্টায়
বিষধর সাপের মতো, স্বার্থের টানে
রীতি কথাতে স্বরচিত কালিমা মাখায়
আত্মজয়ের নেশায়, সবকিছু ভুলে।
বিশ্বাস রেখেছিলাম মানুষে আর প্রিয়জনে
সময় মতো যারা, ঠিকই বদলাতে পারে
কোথায় জানি বিরাট খটকা লাগে !
পরাজয়ের স্বাদ প্রতিনিয়ত নির্বাক হাসে।
তুমি নাকি, বদলে নিয়েছ নাম
সত্যি বলছি, আমি দেখলাম আজ
নতুন একটা কবিতা লিখব কাল
যেখানে লেখা থাকবে শুধু, তোমার বর্তমান।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০