তুমি ছুটি নিয়ে গেছো, ওপারে
আর আমি, ভেসে যাচ্ছি মিথ্যের সংসারে।
প্রতিদিন সকাল হয়, বিকেল ও আসে নিয়ম করে
ন'টা-পাঁচ'টার অফিস সেরে, ফিরে আসি শূন্য ঘরে।
আলমারি ঘেটে পুরোনো স্মৃতি নিয়ে বসি
ধূসর অ্যালবামগুলো যেন, কথা বলে ওঠে
বেহালায় বেজে যাওয়া বিষাদ সুর, নীরবে শুনি
বোবা আর্তনাদ অনেক জমেছে এ বুকে।
চাইলেই কি, ভুলে থাকা যায় স্মৃতি !
আমি এখনোও যে, একলা তোমায় খুঁজি।
আর কত, যুদ্ধ করা যায় নিজের সাথে
দেয়াল ঘড়ির কাঁটা কি, আজকাল ধীরে চলে ?
রঙিন ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে বয়সের হিসেব বাড়ে
দাঁড়াও তুমি, আসছি আমি তোমার সাথে চলতে।
ওরা ভাবে, আমি নাকি তোমায় ভুলে গেছি !
বলো, এটা ও কি সম্ভব ?
যত সব নির্বোধের দল।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮