১৯৯৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
বিশ্বকাপ ক্রিকেট, ১৯৯৬।
♠ আয়োজক : ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা
♠ সময় : ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৭ই মার্চ, ১৯৯৬
♠ অংশগ্রহণকারী দলের সংখ্যা : ১২
♠ স্পন্সর : ITC's Wills Brand
♠ দল সমূহ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কেনিয়া, নেদারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত (যার মধ্যে শেষ তিন সহযোগী দল আইসিসি ট্রফি-১৯৯৪ তে অংশগ্রহণ করে ১৯৯৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে)
♠ সর্বমোট ম্যাচের সংখ্যা : ৩৭ (ফাইনাল সহ)
♠ ম্যান অব দা সিরিজ : Sanath Jayasuriya (শ্রীলঙ্কা)
♠ সর্বাধিক রান করেন : Sachin Tendulkar (ভারত), ৫২৩ রান
♠ সর্বাধিক উইকেট সংগ্রহ করেন : Anil Kumble (ভারত), ১৫ উইকেট
প্রথম সেমি ফাইনাল : ভারত বনাম শ্রীলঙ্কা
♠ তারিখ : ১৩ই মার্চ, ১৯৯৬
♠ ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ রান এবং ভারত ৩৪.১ ওভারে ৮ উইকেটে ১২০ রান করে।
♠ শ্রীলঙ্কার ইনিংসে Aravinda de Silva সর্বোচ্চ ৬৬ রান করেন।
♠ ভারতের ইনিংসে Sachin Tendulkar সর্বোচ্চ ৬৫ রান করেন।
♠ ভারতীয় ৮ম উইকেট পতনের পর ভারতের দর্শক দ্বারা এক ন্যক্কারজনক পরিস্থিতির করণে ম্যাচ রেফারি খেলা বন্ধ করেন এবং শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করেন।
♠ ডিফল্ট ভাবে শ্রীলঙ্কা জয়ী হয়।
♠ শ্রীলঙ্কার Sanath Jayasuriya ৭ ওভারে ১২ রানে ৩ উইকেট তুলে নেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Aravinda de Silva (শ্রীলঙ্কা)
০১. ১ম সেমি ফাইনালে অর্ধশত করার পর Aravinda de Silva
০২. ১ম সেমি ফাইনালে Sachin Tendulkar-কে স্ট্যাম্পিং করেন Romesh Kaluwitharana
০৩. ১ম সেমি ফাইনালে জেতার পর শ্রীলঙ্কান দলের খেলোয়াড়দের উল্লাস
দ্বিতীয় সেমি ফাইনাল : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
♠ তারিখ : ১৪ই মার্চ, ১৯৯৬
♠ অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করে এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে ২০২ রানে অল আউট।
♠ অস্ট্রেলিয়া ৫ রানে জয় লাভ করে।
♠ অস্ট্রেলিয়ার ইনিংসে Stuart Law সর্বোচ্চ ৭২ রান করেন।
♠ ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে Shiv Chanderpaul সর্বোচ্চ ৮০ রান করেন।
♠ অস্ট্রেলিয়ার Shane Warne ৯ ওভারে ৩৬ রানে ৪ উইকেট তুলে নেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Shane Warne (অস্ট্রেলিয়া)
০১. ২য় সেমি ফাইনালে Ian Bishop-কে আউট করার পর Shane Warne
০২. ২য় সেমি ফাইনালে Courtney Browne-কে কট এন্ড বোল্ড করেন Shane Warne
০৩. ২য় সেমি ফাইনালে জয়ের পর অস্ট্রেলিয়ার Mark Taylor এবং Shane Warne এর উল্লাস
ফাইনাল : অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা
তারিখ : ১৭ই মার্চ, ১৯৯৬
মাঠ : গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান
দর্শক : ৬২, ৬৪৫
♠ শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৭ উইকেটে ২৪১ রান এবং শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে ৩ উইকেটে ২৪৫ রান করে।
♠ শ্রীলঙ্কা ২২ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ অস্ট্রেলিয়া ১১ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ অস্ট্রেলিয়ার ইনিংসে Mark Taylor ৮৩ বলে ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৭৪ রান করেন।
♠ শ্রীলঙ্কার ইনিংসে Aravinda de Silva ১২৪ বলে ১৩টি চারের সাহায্যে ১০৭ রানে অপরাজিত থাকেন।
♠ শ্রীলঙ্কা ৭ উইকেটে জয় লাভ করে।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Aravinda de Silva (শ্রীলঙ্কা)
০১. Ricky Ponting ফাইনালে ৪৫ রানে বোল্ড আউট হয়
০২. ফাইনালে Michael Bevan-কে স্ট্যাম্পিং করার চেষ্টায় Romesh Kaluwitharana
০৩. ফাইনালে সেঞ্চুরি করার পর Aravinda de Silva
০৪. ফাইনালে Arjuna Ranatunga-র ক্যাচ মিস করেন Shane Warne
কিছু তথ্য:
✪ প্রথমবারের মতো শ্রীলঙ্কায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
✪ ১৯৯৬ বিশ্বকাপ থেকে থার্ড আম্পায়ারের ব্যবহার চালু হয়।
✪ ১৯৯৬ বিশ্বকাপ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রচলন শুরু হয়।
✪ ১৯৯৬ বিশ্বকাপে প্রথমবারের মতো আয়োজককারী কোন দেশ বিশ্বকাপে জয় লাভ করে।
✪ ১৯৯৬ বিশ্বকাপে ভারত ১৭টি, পাকিস্তান ১৬টি এবং শ্রীলঙ্কা ৪টি ম্যাচ আয়োজন করে।
✪ তামিল টাইগারদের দ্বারা কেন্দ্রীয় ব্যাংক বোমার কারণে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, তাদের দল শ্রীলঙ্কায় পাঠাতে অস্বীকৃতি জানায়। তাই শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।
০১. নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে অস্বীকৃতি জানায়, এতে পাকিস্তানের দর্শকরা অখুশি হয়
✪ গ্রুপ পর্যায়ে ৫ম ম্যাচে অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করে না এবং পরবর্তীতে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়।
✪ গ্রুপ পর্যায়ে ১৫তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তাজনিত কারণে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করে না এবং পরবর্তীতে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়।
✪ গ্রুপ পর্যায়ে কেনিয়া বনাম জিম্বাবুয়ের ১৬তম ম্যাচে প্রথম ১৫.৫ ওভার খেলা হবার পর বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয় এবং পরের দিন খেলাটি পুনরায় সেখান থেকে শুরু হয়ে, শেষ হয়।
✪ কেনিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে অল আউট করে ওয়ানডে’তে প্রথম জয় লাভ করে।
০২. Brian Lara-কে আউট করার পর কেনিয়ার Tariq Iqbal এবং Aasif Karim এর উল্লাস
০৩. কেনিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে অল আউট করে
✪ কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৩৯৮ রান করে। এপ্রিল ২০০৬, পর্যন্ত এটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলীয় সর্বোচ্চ স্কোর।
✪ ওয়েস্ট ইন্ডিজের বাম-হাতি ব্যাটস ম্যান Keith Arthurton, ১৯৯৬ বিশ্বকাপে ৫ ইনিংসে ২ রান করে! যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে শেষ করে দেয়।
✪ পাকিস্তানের বোলার ওয়াকার ইউনিসের এটি প্রথম বিশ্বকাপ।
✪ পাকিস্তানের প্রতিবাদের কারণে গ্রুপ পর্যায়ে ২১তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার Steve Bucknor এর পরিবর্তে জিম্বাবুয়ের আম্পায়ার Ian Robinson-কে নেওয়া হয়।
✪ নেদারল্যান্ডের Nolan Clarke, ১৯৯৬ বিশ্বকাপে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার (৪৭ বছর ২৫৭ দিন)।
০৪. ওয়েস্ট ইন্ডিজের Keith Arthurton, ১৯৯৬ বিশ্বকাপে ৫ ইনিংসে ২ রান করে !
০৫. ১৯৯৬ বিশ্বকাপে নেদারল্যান্ডের Nolan Clarke, যার বয়স ছিল ৪৭ বছর ২৫৭ দিন !
✪ সাউথ আফ্রিকার Gary Kirsten সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৫৯ বলে ১৮৮ রান করেন। তখন পর্যন্ত এটা যে কোনো বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হয়ে ওঠে।
✪ প্রথমবারের মতো শ্রীলঙ্কা সেমি ফাইনালে উঠতে সক্ষম হয়।
✪ অস্ট্রেলিয়ার ব্যাটস ম্যান Mark Waugh পরপর দুইটি সেঞ্চুরি করে।
✪ ফাইনাল খেলাটির আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের David Shepherd এবং ওয়েস্ট ইন্ডিজের Steve Bucknor।
০৬. সাউথ আফ্রিকার Gary Kirsten সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৫৯ বলে ১৮৮ রান করেন
০৭. অস্ট্রেলিয়ার Mark Waugh বিশ্বকাপে প্রথম পরপর দুইটি সেঞ্চুরি করে
✪ কোয়ার্টার ফাইনালে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে, ভারতের Venkatesh Prasad এর একটি বলে পাকিস্তানের Aamer Sohail চার মারার পর, তাঁদের মধ্যে কথা কাঁটা-কাঁটি হয়। পরের বলে Prasad, Aamer Sohail-কে বোল্ড আউট করে ফিরিয়ে দেয়।
✪ ফাইনালে পরে ব্যাটিং করে, শ্রীলঙ্কা প্রথম বিশ্বকাপ জয় করে।
✪ ১৯৯৪ সালে অবসর নেওয়া পাকিস্তানের Javed Miandad ১০ দিন পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর অনুরোধে খেলায় ফিরে আসে। Javed Miandad ছয়টি বিশ্বকাপ খেলা প্রথম ক্রিকেটার।
০৮. কোয়ার্টার ফাইনালে ভারতের Venkatesh Prasad এর বলে বোল্ড আউট হন পাকিস্তানের Aamer Sohail
০৯. Javed Miandad ছয়টি বিশ্বকাপ খেলা প্রথম ক্রিকেটার
১০. অস্ট্রেলিয়ার সাথে Sachin Tendulkar প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্যাম্পিং হয়
১১. সাউথ আফ্রিকার Paul Adams এর অদ্ভুত বোলিং অ্যাকশন
✪ প্রথম সেমি ফাইনালে শ্রীলঙ্কার ২৫১ রানের জবাবে ভারতের ১২০ রানে ৮ম উইকেট পতনের পর ভারতীয় দর্শক দ্বারা এক ন্যক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হয়। তারা স্টেডিয়ামের কিছু জায়গায় আগুন জ্বালিয়ে দেয় এবং মাঠের মধ্যে ফল ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ শুরু করে। খেলোয়াড়রা ২০ মিনিটের জন্য মাঠ পরিত্যাগ করে। কিন্তু পরে মাঠে আসার পর আরো বেশী ফল ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ শুরু হয় এবং আরো আগুন জ্বালিয়ে দেয়। পরবর্তীতে ম্যাচ রেফারি Clive Lloyd
খেলা বন্ধ করেন এবং শ্রীলঙ্কাকে ডিফল্ট ভাবে জয়ী ঘোষণা করেন। যা ডিফল্ট ভাবে টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়।
১২. ১ম সেমি ফাইনালে ভারতীয় দর্শক স্টেডিয়ামের কিছু জায়গায় আগুন জ্বালিয়ে দেয়
১৩. ১ম সেমি ফাইনালে ভারতীয় দর্শক স্টেডিয়ামের কিছু জায়গায় আগুন জ্বালিয়ে দেয় এবং মাঠের মধ্যে ফল ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে
১৪. এক দলের উত্ফুল্ল হওয়া আর অন্য দলের যন্ত্রণা !
১৫. ফাইনালে জেতার পর শ্রীলঙ্কান দলের খেলোয়াড়দের উল্লাস
১৬. শ্রীলঙ্কা ভক্তদের বিজয় উল্লাস
১৭. ষষ্ঠ বিশ্বকাপ হাতে শ্রীলঙ্কা দলের অধিনায়ক Arjuna Ranatunga
অাগের পর্বসমূহ:
০১. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : এক।
০২. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : দুই।
০৩. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : তিন।
০৪. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : চার।
০৫. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : পাঁচ।
তথ্য সূত্র:
০১. www.espncricinfo.com
০২. 1996 Cricket World Cup
০৩. অারো বিভিন্ন সাইট।
আলোচিত ব্লগ
১৯৭২-এর স্বাধীনতার ঘোষণা পত্র ২০২৪-এর অর্জন না
৭২-এর রক্তস্নাত সংবিধান বাতিল করে । নিজেদের আদর্শের সংবিধান রচনা করতে চায় এরা‼️বাংলাদেশের পতাকা বদলে দিতে চায়! বাংলাদেশের জাতীয় সংগীত ভালো লাগেনা এদের!জাতিয় শ্লোগানে গায়ে ফোস্কা পরা প্রজন্ম... ...বাকিটুকু পড়ুন
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে.....
প্রতিযোগিতার এই দুনিয়ায় এখন আর কেউ নিজের মতো হতে চাই না, হতে চাই বিশ্ববরেণ্যদের মতো। শিশুকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতা। সব ছাত্রদের মাথায় জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। এইচএমপিভি
করোনা মহামারির ৫ বছরের মাথায় নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে চীনে। হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামের নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে।চীনের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান, আমেরিকা, জামাত-শিবির আমাদেরকে "ব্যর্থ জাতিতে" পরিণত করেছে।
আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ নিজেরা গড়বো। চলে যাবার আগে তোদের পাকী... ...বাকিটুকু পড়ুন
=হয়তো কখনো আমরা প্রেমে পড়বো=
পোস্ট দিছি ২২/১২/২১
©কাজী ফাতেমা ছবি
কোন এক সময় হয়তো প্রেমে পড়বো আমরা
তখন সময় আমাদের নিয়ে যাবে বুড়ো বেলা,
শরীরের জোর হারিয়ে একে অন্যের প্রেমে না পড়েই বা কী;
তখন সময় আমাদের শেখাবে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন