বিশ্বকাপ ক্রিকেট, ১৯৮৭।
♠ আয়োজক : ভারত এবং পাকিস্তান
♠ সময় : ০৮ই অক্টোবর থেকে ০৮ই নভেম্বর, ১৯৮৭
♠ অংশগ্রহণকারী দলের সংখ্যা : ৮
♠ স্পন্সর : Reliance Industries Limited
♠ দল সমূহ : অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ (যার মধ্যে জিম্বাবুয়ে আইসিসি ট্রফি-১৯৮৬ জয়ী হয়ে অংশগ্রহণ করে)
♠ সর্বমোট ম্যাচের সংখ্যা : ২৭ (ফাইনাল সহ)
♠ সর্বাধিক রান করেন : Graham Gooch (ইংল্যান্ড), ৪৭১ রান
♠ সর্বাধিক উইকেট সংগ্রহ করেন : Craig McDermott (অস্ট্রেলিয়া), ১৮ উইকেট
প্রথম সেমি ফাইনাল : পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া
♠ তারিখ : ০৪ই নভেম্বর, ১৯৮৭
♠ অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৭ রান করে এবং পাকিস্তান ৪৯ ওভারে ২৪৯ রানে অল আউট।
♠ পাকিস্তান ৩৪ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ অস্ট্রেলিয়ার ইনিংসে David Boon সর্বোচ্চ ৬৫ রান করেন।
♠ পাকিস্তানের ইনিংসে Javed Miandad সর্বোচ্চ ৭০ রান করেন।
♠ অস্ট্রেলিয়া ১৮ রানে জয় লাভ করে।
♠ অস্ট্রেলিয়ার Craig McDermott ১০ ওভারে ৪৪ রানে ৫ উইকেট তুলে নেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Craig McDermott (অস্ট্রেলিয়া)
০১. ১ম সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার উইকেট কিপার Greg Dyer
০২. ১ম সেমি ফাইনালে পাকিস্তানের Javed Miandad সর্বোচ্চ ৭০ রান করেন
০৩. ১ম সেমি ফাইনালে Craig McDermot ১০ ওভারে ৪৪ রানে ৫ উইকেট তুলে নেন
দ্বিতীয় সেমি ফাইনাল : ভারত বনাম ইংল্যান্ড
♠ তারিখ : ০৫ই নভেম্বর, ১৯৮৭
♠ ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : ইংল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে এবং ভারত ৪৫.৩ ওভারে ২১৯ রানে অল আউট।
♠ ইংল্যান্ড ৩৫ রানে জয় লাভ করে।
♠ ইংল্যান্ডের ইনিংসে Graham Gooch ১৩৬ বলে ১১টি চারের সাহায্যে ১১৫ রান করেন।
♠ ভারতের ইনিংসে Mohammad Azharuddin সর্বোচ্চ ৬৪ রান করেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Graham Gooch (ইংল্যান্ড)
০১. ২য় সেমি ফাইনালে ইংল্যান্ডের Graham Gooch সর্বোচ্চ ১১৫ রান করেন
০২. ২য় সেমি ফাইনালে ইংল্যান্ডের Eddie Hemmings ৫২ রানে ৪ উইকেট তুলে নেন
০৩. ২য় সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করছেন Kapil Dev
০৪. ২য় সেমি ফাইনালে ভারতের ইনিংসে Mohammad Azharuddin সর্বোচ্চ ৬৪ রান করেন
ফাইনাল : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড
তারিখ : ০৮ই নভেম্বর, ১৯৮৭
মাঠ : ইডেন গার্ডেন, কলকাতা, ভারত
দর্শক : ৯৫,০০০
♠ অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৫ উইকেটে ২৫৩ রান করে এবং ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৬ রান করে
♠ ইংল্যান্ড ২৬ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ জেতার জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৭ রান।
♠ অস্ট্রেলিয়া ২১ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ অস্ট্রেলিয়ার ইনিংসে David Boon ১২৫ বলে ৭টি চারের সাহায্যে ৭৫ রান করেন।
♠ ইংল্যান্ডের ইনিংসে Bill Athey সর্বোচ্চ ৫৮ রান করেন।
♠ অস্ট্রেলিয়া ৭ রানে জয় লাভ করে।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : David Boon (অস্ট্রেলিয়া)
০১. ফাইনালে অস্ট্রেলিয়ার Mike Veletta ৪৫ রানে অপরাজিত থাকেন
০২. ফাইনালে ব্যাট করছেন অস্ট্রেলিয়ার Steve Waugh
০৩. Allan Border এর বলে রিভার্স সুয়ীপ করার সময় ৪১ রানে আউট হয় Mike Gatting
০৪. ফাইনাল খেলায় ইংল্যান্ডের Bill Athey ১০৩ বলে ৫৮ রান করেন
০৫. Allan Lamb কে বোল্ড আউট করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন Steve Waugh
০৬. ১৯৮৭ বিশ্বকাপে Steve Waugh ছিল অন্যতম একজন খেলোয়াড়
কিছু তথ্য:
✪ প্রথাগত সাদা পোশাকে এবং লাল বলে শেষবারের মতো খেলাগুলো হয়েছিল।
✪ প্রথমবারের মতো ১৯৮৭ বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলা হয় ৫০ ওভারের।
✪ প্রথমবারের মতো ইংল্যান্ডের বাহিরে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
✪ প্রতিটি ম্যাচ দিনের আলোয় খেলা হয়েছিল।
✪ গ্রুপ পর্যায়ে প্রতিটি দল পরস্পরের সাথে দুইবার করে খেলায় অংশগ্রহণ করে।
✪ ভারতের Sunil Gavaskar এবং ওয়েস্ট ইন্ডিজের Viv Richards এর এটি ছিল শেষ বিশ্বকাপ।
✪ প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে ভারতের Navjot Singh Sidhu এবং অস্ট্রেলিয়ার Tom Moody।
✪ ১৯৮৭ বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো নিরপেক্ষ আম্পায়ার চালু করা হয়।
✪ ফাইনাল খেলাটির আম্পায়ারের দায়িত্বে ছিলেন ভারতের Ram Gupta এবং পাকিস্তানের Mahboob Shah।
✪ ১৯৯২ সালের পূর্বে বিশ্বকাপে ম্যান অব দা র্টুনামেন্ট পুরস্কারটি চালু হয়নি।
০১. বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পান ভারতের Chetan Sharma
✪ বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পান ভারতের Chetan Sharma। তিনি নিউজিল্যান্ডের Ken Rutherford, Ian Smith এবং Ewen Chatfield-কে বোল্ড আউট করেন।
০২. ভারতের Navjot Singh Sidhu ১৯৮৭ বিশ্বকাপে পরপর চারটি অর্ধশত করেন
✪ ভারতের Navjot Singh Sidhu এক টুর্নামেন্টে সর্বোচ্চ ৯টি ছয় মারেন।
✪ শ্রীলঙ্কার Ashantha de Mel ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ ওভারে ১ উইকেটে ৯৭ রান দেন।
০৩. ১৯৮৩ এবং ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের John Bracewell সাত ম্যাচে ৩১০ রানে মাত্র ১টি উইকেট পান
০৪. ১৯৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের Viv Richards ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর (১৮১) করেন
✪ গ্রুপ পর্যায়ে ভারত এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচে অস্ট্রেলিয়ার Dean Jones এর একটি শট সীমানা অতিক্রম করা নিয়ে মতবিরোধ হয়। প্রথমে চার ঘোষণা করা হলেও পরবর্তীতে ইনিংস বিরতির সময় অস্ট্রেলিয়ার ম্যানেজার আম্পায়ারের সাথে কথা বলে ভারতীয় দলের অধিনায়ক Kapil Dev এর কাছে ছয় প্রস্তাপ করেন এবং Kapil Dev সেটি মেনে নেন। দূর্ভাগ্যের বিষয় ভারত ঐ ম্যাচে ১ রানে হেরে যায়।
০১. ফাইনালে জেতার পর অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড়দের উল্লাস
০২. ১৯৮৭ সালের বিশ্বকাপ হাতে অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড়রা
০৩. চতুর্থ বিশ্বকাপ হাতে অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক Allan Border
অাগের পর্বসমূহ:
০১. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : এক।
০২. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : দুই।
০৩. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : তিন।
তথ্য সূত্র:
০১. www.espncricinfo.com
০২. 1987 Cricket World Cup
০৩. অারো বিভিন্ন সাইট।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪