।১।
আমি শিক্ষিত। শহর-গ্রাম-গঞ্জে সম্মানিত এক ব্যক্তি। স্ব-প্রতিষ্ঠিত। সম অধিকার, সুষম বণ্টন এবং সুশাসনে প্রবল বিশ্বাসী। উদারতা ও মানবতা আমার অনেক ঊর্ধ্বে। আমি নাকি সমাজের আলোর দিশারী। আমি প্রতিবাদী, দৃঢ় আর বিজ্ঞানসম্মত। অথচ এই আমি সবসময়, ধর্মের কাছে অন্ধ।
।২।
আমার প্রেমিকা সেদিন আমাকে বলল, চলো পালিয়ে যাই। আমি বললাম, যাবে কোথায় ! পৃথিবীর ব্যাসার্ধ মাত্র ৬,৩৭১ কিলোমিটার। বরং আমাদের ভাগ্য খারাপ। জন্মেছি এ দেশে। যে দেশ এখনো রক্তের লাল রঙে বিশ্বাসী নয়। নামের স্পর্শকাতর অংশটুকুতে তাদের বেশী নজর। যেন শকুনের দৃষ্টি। তাই প্রেমিকা আমার, তাঁর জীবনকে ছুটি জানিয়ে পালিয়ে গেল। আর আমি হয়ে গেলাম, কাপুরুষ দলের স্থায়ী সদস্য।
।৩।
আমি প্রেম করতে চাইনি। ভালোবাসতেও চাইনি। তবুও, কেমন করে জানি হয়ে গেল ! অস্বীকার করা গেল না। বলুন, এর মধ্যে কি মানুষের হাত থাকে !! অথচ দেখুন, দুইটি আত্মার মাঝে ভয়ানক ক্ষুধার্ত এক হিংস্র পশুর থাবার মতো ধর্মের বিশাল হাত পড়ল। সব থমকে গেল।