কম্প্উটার একটি বিশ্বয় জনক সৃষ্টি । এ নিয়ে চিন্তা করা জায় না । মাঝে মাঝে চিন্তা করে আমি একদম ক্লান্ত হইয়া যাই । এখন আমি কি যে করি , ভেবে পাচ্ছি না । কম্প্উটার একটি অত্যাধুনিক যন্ত্র । এর যে কত ক্ষমতা তা চিন্তার বিষয় । তোমরা সকলে কম্প্উটার নিয়ে চিন্তা কর । - - - ব্লগের সেরা বানী
ভারী ভারী লেখাই কেবল নয়; সাম হয়্যার ইন ব্লগে অনেক সময়ই মজার মজার লেখা পাওয়া যায় যেগুলো আমাদেরকে নির্মল আনন্দও যুগিয়ে থাকে। বিনোদনের জন্য যারা ব্লগিং করেন তাদের জন্য এই সমগ্র। এখানে সাম হয়্যার ইন ব্লগের সেরা বিনোদনমূলক লেখাগুলিকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে।
তবে এক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা হয়েছে সেগুলো হলোঃ
১. কাউকে ব্যক্তিগত আক্রমণ করে লেখাগুলোকে গণণা করা হয়নি;
২. রাজনৈতিক লেখাগুলোকে বিবেচনা করা হয়নি;
৩. আস্তিক-নাস্তিক দ্বন্দের ফলে সৃষ্ট লেখাগুলিকে বিবচনা করা হয়নি;
৪. স্যাটায়ারগুলোকে বিবচনা করা হয়নি;
৫. লেখকরা বিনোদন দেবার জন্য লিখলে সেগুলোকে বিবচনা করা হয়নি;
৬. কেবলমাত্র নির্মল বিনোদনমূলক লেখাকেই বিবচনা করা হয়েছে যেখানে লেখার চেয়েও মন্তব্যগুলো অধিক মজার হয়েছে।
প্রথমেই সেরা সেসব ব্লগারদের কয়েকজনের পরিচয় জেনে নিন; যাদের প্রায় সবগুলো লেখাই এই সংকলনে অন্তর্ভূক্ত হওয়ার যোগ্যতা রাখেঃ
১. হাবিবমহাজন - প্রথম নির্মল বিনোদনের জনক!
২. ইয়াজিদ সিকান্দার - জ্বীন বিষয়ক পোস্টের জনক ও গবেষক!
৩. md jakaria - কম্পিউটার বিষয়ক গবেষক ও একমাত্র "স্যার" উপাধি-প্রাপ্ত ব্লগার!
৪. রােশদ হাসান - ভাষার কারিগর!
৫. ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ - সর্বশেষ আকর্ষণ!
৬. মেহদী - মহাকবি মাইকেল মেহেদী!
৭. মামুন খাঁন - মহাকবি মাইকেল মেহেদীর পরবর্তী প্রজন্ম!
৮. তোিহদ - টেক্রাটাইল ইিন্জিনয়র!
এবার আসি লেখার ভান্ডার নিয়ে; এখানে অনেকগুলো লেখার লিংক দিলাম যেগুলোর লিংক আমার সংগ্রহে ছিলো / জানা ছিলোঃ
১. যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - - - হাবিবমহাজন (- প্রখম সার্থক বিনোদন; এবং ইতিহাস!)
২. জাকারিয়া স্যারের সবপোস্ট (যেগুলা খুঁইজা পাইলাম) একসাথে দিলাম, উইথ কমেন্টস - - - প্রলাপ (শ্রদ্ধেয় "জাকারিয়া স্যার" তার সেরা পোষ্টগুলো মুছে ফেলায় বিকল্প লিংক।)
৩.
বসুন্ধরা সিটির মেয়ে গার্ড গুলা খুব খারাপ - - - রােশদ হাসান
৪. সামু'র ব্লগে সময় দিয়ে অর্থ উপার্জনের পথ আছে কি? - - - প্রবাহ.কম
৫. তিনি বাংলার অহংকার - - - ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ
৬. জ্বীন হাজির ও বশীভূত করার একটি সহজ ও নিরাপদ নিয়ম দুর্বল চিত্তের লোকেরা চেষ্টা করবেন না - - - S M Shovon
৭. ফুটবলের উন্নতির জন্য সারওয়ার চৌধুরীকে কাজে লাগাতে পারে বাংলাদেশ - - - বাউণ্ডুলে
৮. জ্বিনের অস্তিত্বের পক্ষে বৈজ্ঞানিক ব্যাখ্যা - - - ইয়াজিদ সিকান্দার
৯. টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - - - অঃরঃপিঃ (- শুধু মন্তব্যগুলো পড়ুন!)
১০. চন্দের জাডুকড় কবি আফতাব হোসেনের য়োনলাইন কভিতা - - - কবি আফতাব হোসেন
১১. কিভাবে ইয়াহুতে পাসওয়ার্ড পরিবর্তন করবেন? - - - অতনু ব্যানার্জী
১২. বাংলাদেশ সম্পকিত তথ্য - - - েমাঃ মাইনুিদ্দন
১৩. আমি দেখতে কেমন ? - - - মেহদী
১৪. সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে - - - মাহবুব রোকন
১৫. লেখা দিন ১০ তরুনের প্রেমের গল্প বইয়ের জন্য আরও একজনের লেখা নেয়া হবে - - - পান্থ বিহোস
১৬. ফিরে এলো বসন্ত দিন! - - - জলকণা
১৭. পেঁক পেঁক - - - মেহদী (ব্লগারদের প্রবল দাবীর মুখে এই বিখ্যাত কবিতাটি অন্তর্ভূক্ত করা হলো!)
১৮. ফেইসবুকে একাউন্ট খুলতে চাচ্ছি - - - ইকরাম উল হক
১৯. ইন্টারনেট এক্সপ্লোরার থেকে সাবধান! বিকল্প ব্রাউজার খুঁজে নিন... - - - ত্রিভুজ
২০. ওয়েবসাইট হ্যাক - - - পুতুলকনে
২১. চ্যাটিং এ সমাধান করুন... - - - লাবণ্য লাকি (একই প্রেম-পত্রে অসংখ্য ব্লগারের প্রেম নিবেদন!)
২২. সামুতে দিনের সেরা জোক্স (না দেখলে মিস) - - - অবয়ব
২৩. অভিনন্দন -অভিবাদন : যুবা রহমান - - - শেখ রফিক
২৪. দেখেনতো আমার ছবিটা কেমন হইচে...??? - - - hasanul imam
২৫. ওলো মডেম বিক্রি হবে - - - মিজভী বাপ্পা
২৬. নরসিংদীর ছেলে আমি মামুন খাঁন আমার নাম - - - মামুন খাঁন
২৭. ভালো জাঙ্গিয়া কিনতে চাচ্ছি। কোথায় পাবো?? - - - তুতেন-খামেন (কর্তৃপক্ষ মূল পোষ্ট সরিয়ে ফেলায় বিকল্প ব্যবস্থায় প্রবেশ করতে হবে।)
২৮. সবাই কে শুভেচ্ছা । - - - অপি আক্তার (পরিচিতিমূলক ৩ লাইনের পোষ্টে ১৩০০+ মন্তব্য; এক কথায় ইতিহাস!)
২৯. নিরাপদ হলুম - - - মউ (শুভেচ্ছামূলক পোষ্টে মন্তব্য পাওয়ার দিক দিয়ে "অপি আপা" যার রেকর্ড ভেঙেছেন!)
৩০. আমার ক্যাম্পাস-জীবন + বাম পন্থিয় ডাইনোসরদের পরিচিতি। - - - মুফতি খার উদ্দিন (ঢাকার "মালিক"; ঢাকায় আসার আগে অনুমতি নেয়া বাধ্যতামূলক!)
৩১. গ্যালাক্সি এসটু কুড়াইয়া পাইছে একজন। এখন চালাইবার পারে না। কি করা যায় কন তো। - - - আহসান২০২০
৩২. কৌতুক জগতে বাংলার বিন আলাল উদ্দীন নয়ন - - - সােজদুল ইসলাম
৩৩. "প্রাইভেট ভাসির্টি সম্পর্কে" - - - তোিহদ
৩৪. উবুন্টুর মুশকিল আহসান - - - তোিহদ ১ম অংশ
৩৫. উবুন্টুর মুশকিল আহসান - - - তোিহদ ২য় অংশ
_________________________________________________
লেখার কন্টেটে যোগ হওয়ার মতো কিছু বাদ পড়ে গেলে লিংক দিয়ে দেবেন; যোগ করা হবে।
সবাইকে ধন্যবাদ; বিশেষতঃ এই সব কীর্তিমান লেখদেরকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৫