আমরা সবাই ফেসবুক সম্পর্কে জানি ও এটা ব্যবহার করি।
সেই প্রথম থেকেই ফেসবুকের নীল রঙ অনেকেরই ভালো লাগে না।
কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নীল ছাড়া আর কিছুই বোঝেন না!
তাই, এখনও ওই একটা রঙ ফেসবুকের সবখানে ছড়িয়ে আছে...
কিন্তু পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে থাকা এই ওয়েবসাইট কে নিয়ে ভক্তদের চিন্তার শেষ নাই।
তাই, প্রতিদিন অনেক ডিজাইনার তৈরি করছে ফেসবুকের ভবিষ্যৎ লে-আউট!
যদিও এগুলো সম্পর্কে অফিশিয়াল কোন মন্তব্য করা হয় নাই।
কেউ জানে না, কবে, কোন ডিজাইনটা হঠাৎ করেই দেখা যাবে ফেসবুকে...
তবু আসুন দেখে নিই, এসব ডিজাইনের মধ্যে ১০ টি। বলুন তো, কোনটি আপনার ভালো লাগে?
ডিজাইন ১
ডিজাইন ২
ডিজাইন ৩
ডিজাইন ৪
ডিজাইন ৫
ডিজাইন ৬
ডিজাইন ৭
ডিজাইন ৮
ডিজাইন ৯
ডিজাইন ১০
পূর্বে এখানে প্রকাশিত