মেঘের শহর দার্জিলিংয়ে-২
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ভোরবেলায় ঘুম থেকে উঠে হালকা স্ন্যাকস কিছু খেয়ে রওনা দিলাম মিরিকের দিকে, ওখানে গিয়ে সকালের নাস্তা করবো আমরা...
দার্জিলিংয়ের ভোর, আহ!!

তবে পথে এমন একটি বৌদ্ধমন্দির পড়লো যে না থেমে পারলাম না

মন্দিরের গায়ে টেরাকোটা

সুউচ্চ ঐমন্দির থেকে নিচে দার্জিলিংয়ের অন্যরকম একটা ভিউ পেলাম

মিরিক যেতে এমন অনেক চা-বাগান পড়বে পথে...

আর চোখ জুড়ানো বলতে কি বোঝায় তা শ্রীমঙ্গল আর দার্জিলিংয়ের চা-বাগান না দেখলে হয়তো কোনদিন বুঝতে পারতাম না...
অবশেষে মিরিক...
মিরিক থেকে শিলিগুড়ি হয়ে যাই নেপালের কাঁকড়ভিটা বর্ডারে। নেপালে চলমান বন্ধ্-এর পাল্লায় পড়ে একরাত বলা চলে হোটেলে কাটিয়ে আবার ভারতে ঢুকে যাই...
পথে চারু মজুমদারদের নকশালবাড়ি পড়বে...গ্রামটায় ঢুঁ-মেরে শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে যাত্রা...
(চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৩