এক মাস সতেরো দিন দেশে কাটিয়ে ২০শে জুন রাতে দেশ থেকে আবার কর্মস্থলে ফিরে আসলাম। যে দেশের মাটিতে মা বাবা চির নিদ্রায় শুয়ে আছেন, যে দেশের আভরন ভরে আছে সবুজ শ্যামল দিগন্ত বিস্তৃত শ্যামলিমায়, সে দেশ থেকে ফিরে আসছি। প্লেনের উইন্ডো দিয়ে মাতৃভুমি প্রিয় স্বদেশ কে যখন শেষ বারের মতো দেখছি অশ্রু চোখের কোনায় বাধা মানছে না। বছর শেষে মাত্র ক’দিনের জন্য যখন দেশে ফিরি শত কাজের ব্যাস্ততায় অনলাইনে বসে কিছু লেখার বা করার সুযোগ পেয়ে উঠিনা। অফিসে ফিরে সুযোগ পেয়ে কিছু লিখতে বসলাম।
দেশে গিয়ে যে বিষয় টা সব চেয়ে বেশি পীড়া দিতে চায় তা হলো, দেশের মানুষ যেন দিন দিন মানবিক থেকে জান্তব হয়ে যাচ্ছে। কোন আদর্শ আর কোন নৈতিকতা যেন আমাদের মনকে ছুঁতে পারছেনা। রাজনীতিবিদরা ও পরিপূর্ণ ভাবে পাকা ব্যাবসায়ী হয়ে উঠেছেন। মুখে যা বলেন, অন্তরের কোন কর্ণারে তার স্থান থাকে না। শুধু মাত্র প্রজাদের কে (নাগরিক বলার মতো স্পর্ধা দেখাতে পারছিনা) শিশুর মতো বোধ দিয়ে যেন শান্ত রাখার চেষ্টা। ইমিগ্র্যাশন অফিসার, ভুমি অফিসার, ডাক্তার, পুলিশ সবাই ওঁত পেতে বসে আছেন ছোবল মারতে। প্রবাসী দেরকে পেলে যেন হাতে চাঁদ পেলেন। আতিথেয়তার অন্ত নেই, যেন কোরবানির পশু, এখন না কাটলে যেন পরে আর সুযোগ পাওয়া যাবেনা। ভয় হয়, হৃদয়ে খুবই আশঙ্কা অনুভব করি, সবাই মিলে আমরা হয়তো মাতৃভুমি প্রিয় স্বদেশকে বসবাসের অযোগ্য করে তুলতে চেষ্টা করছি।
সরকার বা বিরোধী দল হয়তো এখন ও অনুধাবন করতে পারছেন না সাধারণ মানুষের হৃদয়ের রক্ত ক্ষরন। যারা একমুঠো শান্তি তাদের নিকঠ কামনা করে। তাদের বরাবরে আবেদন রাখছি, একটু হলেও উপলব্ধি করার চেষ্টা করুন ৩৭ বছর ধরে স্বাধীন ভাবে টিকে থাকা একটি জাতিকে আপনারা কোন গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছেন।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ দুপুর ২:০৭