আশ্চর্য! এতগুলো মানুষসহ ৫২ সীটের একটা বিশাল সাইজের বাস স্রেফ হাওয়া হয়ে গেল একটা নদী নামের খালের মধ্যে!!! প্রশাসন, ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী আর নৌবাহিনীর সকল প্রচেস্টা ব্যর্থ!! স্যোনার ডিভাইস মেশিন আনা হল, তাও ব্যর্থ!! তাইলেতো বলতেই হয়, আমীন বাজার সংলগ্ন যে জায়গায়টিতে বাসটি পরে গিয়েছে সে জায়গাটি এখন বারমুডা ট্রায়াংগেলের অংশ!!!
ভাবলে শিহরিত হই, ৬/৭ মাত্রার একটা ভূমিকম্প হলে এই ঢাকা শহরের অবস্হা কি হবে? কে আমাদের উদ্ধার করবে? এ কোন দেশে আমরা বসবাস করছি, যে দেশটা স্বাধীন হল ৪০ বছর অথচ আমরা আমাদের বিপদকালীন সময়ের জন্য অবকাঠামোগত সুবিধাসহ দক্ষ জনশক্তি আজো তৈরী করতে পারলাম না। এ ব্যর্থতা কাদের?
যে হতভাগ্য মানুষগুলো চিরতরে হারিয়ে গেলেন, তাদের লাশগুলোও কি দেশ তাদের পরিবার পরিজনের কাছে ফেরৎ দিতে পারবে না?
আমর আর কতকাল ঘুমিয়ে থাকব?
আমাদের সবার কি এখনও এগুলো নিয়ে ভাবার সময় হয় নি?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৬