মুই কোলম, মোগো দ্যাশের চুটকি কমু, বুইজ্জা লইয়েন মেয়ারা।
আষাঢ় মাসের দিন, নদীর কুলে সাত আস্টুগগা লেংডা গুরাগ্যারা। কেহ ছ্যাঁচড়া দিয়া নদীর মধ্যে পরে, কেহ লাফ দিয়া নদীর মধ্যে পরে, কেহ ল্যাওয়া কাদার মধ্যে গড়াগড়ি যায়, কেহ আবার ডু ডু খ্যালায় কিন্ত এউক্কা পোলায় লংগি মুরা দিয়া বান্দরগুলার তামশা দ্যাহে।
এক বুড়া মেয়ায় ছাতি মাতায় পাশ দিয়া হাইট্টা যায় আর কয়, এই গুরাগ্যারা গুলা কত্তর বান্দর, আষাঢ় মাসের দিন লাফ দিয়া নদীতে পরে, ওরে তোগো কাংগোটে খাইবে, হেইকালে বুজবি মজা।
হঠাৎ বুড়া মেয়ায় চাইয়া দ্যাহে, লুংগিমুরা দেওয়া পোলাউগ্গারে। বুড়া মেয়ায় কয়, এই পোলাউগ্গা খুউব ভালো, কি সুন্দার নিরিবিলি বইয়া রইছে।
এবার লুংগিমুরা দেওয়া পোলাউগ্গা বুড়া মেয়ারে কয়,
মুই ভালো আয় হালারপো হালা, মোর দেহি তিন দিন ধইররা জ্বর
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৮