সেলুকাস!!!!
কি বিচিত্র দেশের কিছু মানুষ!!!!
ব্রাজিল হেরে যাওয়ায় গভীর রাতে ব্রাজিল সমর্থকরা গাড়ী ভাংচুর করেছে রাজধানীর পল্লবীতে। কেউ কেউ আবার পছন্দের দল হেরে যাওয়ায় সেন্সলেস হয়ে হাসপাতালে। আবার ব্রাজিল হেরে যাওয়ায় আরজেন্টিনার সমর্থকরা উল্লাস করে, এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া। মধ্যে রাতে বৃদ্ধ বৃদ্ধাদের ঘুম হারাম। তাদের প্রশ্ন, পোলাপান এ রকম করছে কেন?
কিছু দিন আগে পত্রিকায় দেখেছিলাম, ময়মনসিংহের এক লোক তার এক মাত্র চাষযোগ্য জমিটুক বিক্রি করে আরজেন্টিনা না ব্রাজিলের ইয়া বড় পতাকা বানিয়েছিল।
৩/৪ দিন আগে রিকশায় গুলশান ১নং যাচ্ছিলাম। রিকশাওয়ালা রিকসায় আরজেন্টিনার পতাকা লাগিয়েছে আর গায়ে আরজেন্টিনার জার্সি। জিগ্গাসা করলাম, ও ভাই, আরজোন্টিনা কোন দিকে? বলল, তাতো কইতারিনা বললাম, তাইলে এত লাফাও কেন? আমার প্রশ্নে বোধ হয় একটু লজ্জা পেল
তবে আজ আমি বেশ খুশি, এ কারনে যে ব্রাজিল হেরেছে । আর বেশী খুশি হব, যদি আজকের খেলায় আরজেন্টিনা হারে
কারন, এই দুই দলের সাপোর্টাররা সব চেয়ে বেশী বাড়াবাড়ি করছে।
বি:দ্র: তাই বলে আমি খেলার বিপক্ষে নই । আমি খেলাকে নির্মল আনন্দ হিসেবেই দেখতে চাই, এর বেশী কিছু নয়।