ছিল সবুজ, হয়ে গেল হলুদ, পরমুহূর্তেই নীল…! কার কথা হচ্ছে ? ঠিক ধরেছেন ! গিরগিটি ! এই প্রাণীটি চোখের পলকে নিজের রং বদলে পরিবেশের মধ্যে লুকিয়ে থাকতে পারে ।বিপদের আঁচ পেলে মুহূর্তের মধ্যেই নিজেকে পাল্টে ফেলতে পারে আবার শিকার করার সময় নিজেকে আড়াল করে ফেলতে পারে ।
গণ অভ্যুত্থান পরবরতীকালে আমাদের আশেপাশে কিছু মনুষ্য আবিষ্কার হয়েছে যাদের মাঝে গিরগিটির গুণাগুণ বিদ্যমান।এরা স্বৈরাচার এর শাসন আমলে যে সুরে কথা বলতো এখন ঠিক তার উল্টো সুরে কথা বলে । এই সব হালের সোশ্যাল ইনফ্লুয়েন্সার দের জন্য ডিগবাজি নতুন কোনো বিষয় না । আগে এরা কেমেরার সমানে ডিগবাজি দিয়ে মানুষকে বিনোদন দিতো এখন বাস্তব জীবনে ডিগবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । সাধারণ মানুষ এদের চরিত্র বুঝে ফেলছে তাই এদের নামের সাথে বাটপার , দালাল , মুনাফেক , রাজাকার ২.০ এমন নানা রকম বিশেষণ জুড়ে দিচ্ছে । যেহেতু এদের নীতি নৈতিকতা, আত্ম সম্মান, আদর্শ বলতে কিছু নাই তাই এরা এত সহজে লজ্জিত হবে না সেটাই স্বাভাবিক ।
খ্যাতির ভার সবাই বহন করতে পারে না এদের দেখলে সেটাই প্রতীয়মান হয় ।বছরের পর বছর সময় দিয়ে তৈরী করা ব্র্যান্ড ইমেজ সামান্য কিছু টাকার লোভে নিজেরাই নষ্ট করে ফেললো । এই ইমেজ পুনরুদ্ধার করতে বহু বছর সময় লেগে যাবে আবার নাও হতে পারে । জাতির কাছে প্রশ্ন যে নিজেই নিজের ব্র্যান্ড ইমেজ রক্ষা করতে পারে না সে আবার আরেক জনের ব্র্যান্ড ইমেজ তৈরিতে কি ভাবে সাহায্য করবে ?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪০