একটি ই-মেইল আর কোন এক মডু মামার রসিকতা


গত Apr 10, 2011 একটা ই-মেইল পেলাম যা নিম্নরুপ
---------------------------------------------------------------------------
somewhereinblog team Sun, Apr 10, 2011 at 10:43 AM
To: -----------@gmail.com
dear --------,
thanks for starting a blog at somewhere in... blog, we have now approved
your blog for front page postings. enjoy.
have colourful blog moments,
the blog team
--
we create colourful moments of togetherness, discovery and achievement
আমার ব্লগে লিখা...
আপনি একজন সাধারন ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে।
--------------------------------------------------------------------------
খুশিতে আত্তহারা হয়ে গেলাম আমি সামু তে সেইফ, সামু ই আমার প্রথম বাংলা ব্লগ আর আমার জীবনে প্রথম কোন ব্লগে পোষ্ট করলাম..সেটা এই মেইলটি পাওয়ার আগে। আর আমি আজ সেইফ হয়ে প্রায় ঘন্টা ধরে একটা একটা হেল্প পোষ্ট লিখলাম আর লিখে যখন পোষ্ট করলাম তখন আমার চক্ষু তো চানাবড়া, আমার পোষ্ট প্রথম পাতায় প্রকাশিত হয়না....


কিন্তু আমি পোষ্টে কমেন্ট করতে পারি.. এটা কি আমার সাথে করা কোন রসিকতা নাকি সবার ক্ষেত্রে এমন ই হয়? প্লিজ কেউ জানলে আমাকে জানান।
আর একটা কথা কেউ ষ্প্যাম করতে চাইলে আমার ধারনা সে কমেন্টকেই বেছে নিবে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪২