বিএনপির অপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সাম্প্রতি ভারতের সাথে আপোষের জন্যে ইংরেজীতে ৩ পাতার প্রবন্ধ লিখেছেন। বিশ্বখ্যাত টেলর ফ্রান্সিসের (Taylor & Francis Online) স্ট্রাটেজিক এনালাইসিস জার্নালে প্রকাশিত তার প্রবন্ধে নিখাদ বন্ধুত্বের আহবান ও তার প্রয়োজনীয়তা ধরেছেন। তার প্রবন্ধটি পড়ে প্রচলিত প্রবাদটি আবারও মনে পড়ে যায় যে '' সব রসুনের গোড়া এক জায়গাতেই '' ।
শেখ মুজিব দৌহিত্র সজীব ওয়াজেদ জয়-এর থিসিস এর পর এবার বেগম খালেদা জিয়াও বাংলাদেশে টেররিজম ভূত বা ইসলামী সন্ত্রাসের বিরোদ্ধে একত্রে যুদ্ধ ঘোষনা করেছেন ও তা মোকাবেলা করতে সার্ক (SAARC) এর ভূমিকা কি হবে তা নিয়েও প্রস্তাব রেখেছেন। ক্ষমতায় আসার লোভে বাংলাদেশের মান সন্মানটা বাংলাদেশের রাজনিতীবিদগণের নিকট কখনই মূল্যবান ছিল না।
লূকিং ইস্ট নামক পয়েন্ট দ্বারা বোধকরি জনাবা ট্রানজিটের সুফলের কথাই তুলে ধরেছেন। পাশাপাশি সীমান্ত পরিচালনার ব্যাপারেও তার প্রস্তাব আছে। বাংলায় প্রবাদ আছে ''ঢেঁকি সর্গে গেলেও ধান ভাঙবে'' রাজনিতী, বিদেশনিতী, দূর্নিতী এসব ব্যপারে কি আওয়ামি লীগ কি বিএনপি সবাই পার্থক্যহীন ভাবে এক ও একক অথবা একই মূদ্রার এপিঠ ওপীঠ।
বিএনপির কর্মীদের জন্যে দুঃখ এই যে ভারত বিরোধী ইস্যুগুলো তাদের আর তেমন কোন কাজে লাগবে না বরং তারা সহযোদ্ধা জামাত, শিবিরকে তাদের ইস্যুগুলো দান করে দিতে পারে।
এসকল ইস্যুর বাহিরেও ভারত যেভাবে বাংলাদেশের জাতীয় সম্পদগুলোকে নিজস্ব ভৌগলিক পণ্য হিসেবে দাবী করেছে , নদীর উৎসমূখে বাধঁ তৈরী ও আরও অনেক গুরুত্বপূর্ন ব্যাপার উনি নীরবেই এড়িয়ে গেছেন নিজ স্বার্থে। হায়, জীবণে একটাবারও যদি দেশের ও দেশের মানুষে কথা ভাবতেন :-(
ব্লগার বাঙ্গাল এর এ ব্যাপারে ফেইসবুক স্ট্যাটাস কপি করে দিলাম :
বরাবর 'আপোষহীন' নেত্রী,
অভিনন্দন! জাতিকে আজ আপনি অনন্য সম্মানে ভুষিত করলেন। রাষ্ট্রীয় টাকায় PhD ডিগ্রী না কিনে তিন পাতা ইংরাজি প্রবন্ধ বিশ্বখ্যাত টেলর ফ্রান্সিসের স্ট্রাটেজিক এনালাইসিস জার্নালে প্রকাশ করে ভারত-বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে খুব সুন্দর ও গঠনমূলক কিছু পয়েন্ট তুলে ধরেছেন। সীমান্তে হত্যা বিষয়ের সাথে আতঙ্কবাদ ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে এত নরম ভাষায় এত সুন্দর সন্ধি পাতার প্রস্তাব দিয়েছেন যা হয়ত আগামীতে আপনার এন্টি-ইন্ডিয়ান মেকাপ তুলতে সাহায্য করবে। নাকি এন্টি-ইন্ডিয়া ইস্যুগুলো জামাতের কাছে বিক্রি করে দিলেন?
সেই সাথে ২০০১ সালের 'লুকিং ইস্ট' নামক যেই পলিসির কথা বিশ্বকে জানালেন তা আপনার কোনো বয়ানে আগে কখনো শুনি নাই। প্রাঞ্জল ভাষায় ট্রানজিটের গুরুত্ব ফরমায়ে গ্রিন সিগনাল পাঠিয়ে দিলেন দাদাবাড়ি। তিন পাতা ইংরাজি প্রবন্ধ পড়া শেষে মনে হচ্ছিল ওটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী লিখলেও এত ভালো করে লিখতে পারতেন না ... অয়েলডান নেড়ি কুকুর!
দেশ পরিচালনা, বৈদেশ-নীতি, রাজনীতিতে ধর্মের অপব্যবহার, দুর্নীতি- কোথাও আওয়ামী লীগ আর বিএনপির কোনো পার্থক্য দেখি না। তালে আর পাচ বছর পর পর নির্বাচন-সংবিধান চটকানোর হ্যাপা কেন? আওয়ামীলীগ-বিএনপি ঐক্যজোট করে জনগনের সাথে থ্রিসামে নেমে যান। আমাদের দরজা খোলাই আছে।
Download Link: http://bit.ly/SsP2LY
News: হত্যার প্রায় দুই বছর পরও কিশোরী ফেলানি হত্যার তদন্ত এখনো শেষ করা যায়নি বলে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) জানিয়েছে।
গত পোস্ট : সালাম ইন্ডিয়া , সালাম ইন্ডিয়ানস্
জাগো বাংলাদেশ গ্রুপে প্রকাশিত
সূত্র :
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭