চট্টগ্রাম শহরে ঘুরতে গিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত না দেখলে পুরো ভ্রমনটাই বৃথা। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এ নদীর মোহনায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ‘চট্টগ্রাম বন্দর’। ঊৎস হতে এ নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার হলেও কাপ্তাই বাঁধ থেকে মোহনা পর্যন্ত সাড়ে ৮৮ কিলোমিটার। কক্সবাজার, কুয়াকাটা ,ইনানী, সেন্টমার্টিন, লালদিয়া সমুদ্র সৈকত, সোনাকাটা সমুদ্র সৈকত,চরগঙ্গামতি সমুদ্র সৈকত মোট ৭ টি সমুদ্র সৈকত দেখলেও পতেঙ্গাতে গিয়ে একটু চমকেই গেলাম । কেন ! !! ছবি দেখলেই বুঝে যাবে
কিভাবে যাবেন :
চট্টগ্রাম থেকে ১৪ কিলোমিটার দক্ষিনে। চট্টগ্রাম শহর থেকে অটো রিক্সায় করে যেতে সময় লাগে ঘণ্টা খানিক । ভাড়া নিবে ২৫০ টাকার মত । আর বাসে যেতে চাইলে তো কথাই নাই , বহদ্দার হাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় , নিউ মার্কেট , চক বাজার মোড় থেকে সরাসরি বাস পাবেন। বাসের গায়ে লেখা দেখবেন " সী বীচ" লেখা আছে।
ছোট্ট করে জেনে নিন কর্ণফুলীর নামকরণ
প্রচলিত আছে তা হলো : আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্রের প্রেমে পড়েন। এক জোছনা রাতে তারা দু’জন নৌ-ভ্রমণে বের হন। নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানের ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে কাতর রাজকন্যা এটি উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়েন। প্রবল স্রোতে রাজকন্যা ভেসে যান। তার আর খোঁজ পাওয়া যায়নি। রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাফ দেন। কিন্তু ব্যর্থ হন। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এ করুণ কাহিনী থেকে নদীটির নাম কর্ণফুলী নামকরণ হয়।
এবার পতেঙ্গার কিছু ছবি
ঐ দেখা যাচ্ছে সমুদ্র
সাধারণ বন্ধের দিনে এত মানুষ দেখে সত্যিই থমকে গেলাম । মানুষ কাছে সমুদ্র ছোট লাগছে।
প্রায় ১০০ মিটার এভাবে কংক্রিট ফেলা রয়েছে পুরো সৈকত জুড়ে।জোয়ারের সময় এই পুরোটা পানিতে তলিয়ে যায় ।
অস্তমিত সূর্য
রাতের পতেঙ্গা
বার্মিজ মার্কেটে কেনা করে কাঁকড়া ভাজি খেয়ে আসতে পারেন তবে সন কিছুরই দাম একটু বেশি মনে হলো।
কিছু প্রয়োজনীয় ফোন নম্বর
অল্প সময় হাতে নিয়েই ঘুরে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত , চট্টগ্রামবাসীর অবসর যাপনের অন্যতম স্থান ।
>> বানান ভুল ক্ষমা করবেন
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ
=============================================
সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন
=============================================
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৮