হাজীগঞ্জ দেখার পর এবার সোনাকান্দার দিকে যাত্রা । সোনাকান্দা যেতে হলে পার হতে হবে শীতলক্ষ্যা নদী । তাই হাজীগঞ্জ দুর্গের সামনে থেকে রিক্সা ঠিক করলাম লঞ্চ টার্মিনাল পর্যন্ত ৩০ টাকা । টার্মিনাল টা মোটামুটি ভালোই , টিকেট কেটে ভিতরে গেলাম কিন্তু নৌকা ছাড়ে একটু পাশে থেকে , , টার্মিনাল আর নৌকা ঘাট পাশাপাশি কিন্তু যেতে হবে বাইরে দিয়ে ।
নৌকাকে উঠে বড়ই একটা সুন্দর দৃশ্য দেখলাম নদীর পারে সারিসারি উঁচু বিল্ডিং , , দেখতে ভালোই লাগছে । নদী প্রশস্ত বেশি না , আর পানির অবস্থা বেশি ভালো না , বুড়িগঙ্গার মতই অবস্থা ।
সোনাকান্দা দুর্গ :
নদীর ওপার থেকে সোনাকান্দার দূরত্ব বেশি না । সোনাকান্দা দুর্গ দেখতে অবিকল হাজীগঞ্জ দুর্গের মত । তবে একটু ছোট ।
ফটুক দেখেন , একই রকম দেখে যাবেন না তা কিন্তু না
কদম রসুল দরগা :
সোনাকান্দা থেকে রউনা দিলাম , কদম রসুল দরগার দিকে । সোনাকান্দা থেকে মোটামুটি দূর । এখানে পাথরের উপর হজরত মুহাম্মদ (স) কদম মোবারক রয়েছে । ইতিহাস থেকে জানা যায় , সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান নেতা মাসুম খান কাবুলি পদচিহ্ন সম্বলিত এ পাথরটি একজন আরব বনিকের নিকট থেকে ক্রয় করেছিলেন। ঢাকার জমিদার গোলাম নবী ১৭৭৭-১৭৭৮ সালে এই সৌধটি নির্মাণ করেন । আর এর প্রধান ফটক নির্মাণ করেন গোলাম নবীর ছেলে , গোলাম মুহাম্মাদ ১৮০৫-১৮০৬ সালে ।
এর ভিতরেই পাথরটি সংরক্ষিত থাকে
এই পাথরেই রয়েছে পদচিহ্ন , সময়ের সাথে অস্পষ্ট হয়ে যাচ্ছে
এখানে অনেকেই মানত করে সুতো বাধে
ভিতর থেকে প্রবেশদ্বার
প্রবেশদ্বারের পাথর
প্রবেশদ্বার থেকে রাস্তা ।
কোন ভুল থাকলে সংশোধনে সাহায্য আশা করে এখানেই শেষ।
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ।
==================================
সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন
==================================