

( অবৈধ হওয়ার কারণ হল - ফ্যাক্টরির ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ , তাই ফ্যাক্টরির নাম প্রকাশে বিরত থাকলাম )
প্রথমে পাতি সংগ্রহ , , দুটি পাতা একটি কুঁড়ি , ,
বাগান থেকে পাতি নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে
এরপর পাতা পানিতে ভিজিয়ে রাখা হয়
এরপর প্রাথমিক ভাবে কাটা হয় , , এই মেশিনটির নাম সম্ভবত সিটিআর
এবার হল ফাইনাল কাটার পালা , ৫ বার পাতা গুলো মেশিনে কাটা হবে । পুরো মেশিনটি দেখুন
ধাপে ধাপে ৫ বার কাটা দেখুন
কাটা শেষে
এগুলো সব ভিজা চা পাতা , , এখনও কিন্তু অনেক কাজ বাকি , ,
এবার ড্রাইয়ার রুম , , এখানে ভিজা চা পাতা গুলো শুখানো হয় , , মেশিনটি দেখুন , সূর্য থাকতে এত বড় মেশিনের যে কি দরকার


মেশিনের পিছনে চুল্লি
শুকনো পাতা
এবার হল প্যাকিং করার কাজ , ,
এত ঝামেলা করে চা পাতা বানানো হল , , তা খাওয়ার যোগ্য হল কিনা তা পরখ করার জন্য আছে টেস্টিং রুম , , এখানে টি টেস্টাররা ফাও ফাও চা খায় ,


এই হল চা পাতা ফ্যাক্টরির আজাইরা কাজ কাম , , আমার মতে এত কষ্ট করার কি দরকার , , বাসায় পাটা পুতা নিয়ে পাটা পিষে রোদে শুকাইলেই হয়



